সিলেটমঙ্গলবার , ৫ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

গ্রন্থাগার জ্ঞান নির্ভর আলোকিত জাতি গঠনের ক্ষেত্র: ড. মো. কামরুজ্জামান চৌধুরী

Ruhul Amin
ফেব্রুয়ারি ৫, ২০১৯ ৯:৩১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দ্বিতীয় বারের মতো লিডিং ইউনিভার্সিটিতে পালিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস। গ্রন্থাগারের মাধ্যমেই জাতি জানতে পারে বিশ্বের বিভিন্ন জনপদের ইতিহাস ও ঐতিহ্য। বৈশ্বিক বিবর্তন এবং বিজ্ঞানের মাধ্যমে আজকের উন্নত বিশ্বের ইতিহাস লিপিবদ্ধ আছে গ্রন্থে আর এ জন্যই গ্রন্থাগারের গুরুত্ব সকল জাতির নিকট অপরিসীম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল কার্যক্রম উন্নয়নের অংশ হিসেবে জাতীয় গ্রন্থাগার দিবসে লিডিং ইউনিভার্সিটির রাবেয়া খাতুন চৌধুরী সেন্ট্রাল লাইব্রেরীতে ০৫ ফেব্রয়ারি ২০১৯ মঙ্গলবার লাইব্রেরী অটোমেশন সার্ভিসের উদ্বোধন করা হয়।
বাংলাদেশে গ্রন্থাগারের উন্নয়নে গ্রন্থাগার দিবস পালন গুরুত্বপূর্ণ উল্লেখ করে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী বলেন, গ্রন্থাগারে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির জন্যে এ দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্ঞান নির্ভর আলোকিত জাতি গঠনের ক্ষেত্র হলো গ্রন্থাগার। যে জাতি যতবেশী উন্নতির পথে এগিয়েছে জ্ঞানার্জনের লক্ষ্যে তারা ততবেশী পাঠাভ্যাস ও গবেষণায় মনোনিবেশ করেছে। অটোমেশন সার্ভিস উদ্বোধন করে উপাচার্য বলেন, লিডিং ইউনিভার্সিটির রাবেয়া খাতুন চৌধুরী কেন্দ্রীয় লাইব্রেরীকে একটি আধুনিক গ্রন্থাগারে পরিণত করতে ইতিমধ্যে ই-বুক ও ই-জার্নাল লাইব্রেরীতে রয়েছে। লাইব্রেরীকে আরো অত্যাধুনিক করার জন্য অটোমেশন সার্ভিস আজ থেকে চালু হলো। এর মাধ্যমে এখন থেকে লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ স্বয়ংক্রিয়ভাবে লাইব্রেরী সার্ভিস গ্রহণ করতে পারবেন। আন্তর্জাতিকভাবে ব্যবহৃত লাইব্রেরী ম্যানেজমেন্ট সফটওয়ার ‘কোহা’ এর মাধ্যমে ইউজারগন দেশ ও দেশের বাইরে থেকেও বিশ্বদ্যিালয়ের নির্দিষ্ট ওয়েব সাইটের মাধ্যমে লাইব্রেরীর সকল তথ্য জানতে পারবেন।
বিশেষ অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার বনমালী ভৌমিক বলেন, গ্রন্থাগার হলো অতীত এবং বর্তমান শিক্ষা সংস্কৃতির সেতুবন্ধন। জাতীয় গ্রন্থাগার দিবস উদ্যাপন গ্রন্থাগার ব্যবহারে আরো উৎসাহি ও অনুপ্রাণিত করবে। লিডিং ইউনিভার্সিটির লাইব্রেরীতে অটোমেশন সার্ভিস চালু একটি যুগোপযোগী পদক্ষেপ উল্লেখ করে তিনি বলেন, অলনাইন ব্যবস্থাপনা তথ্য সংগ্রহে সময় কম লাগে এবং এ সার্ভিসের মাধ্যমে শিক্ষার্থীরা লাইব্রেরীতে আরো বেশী সম্পৃক্ত হবে।
এতে আরো বক্তব্য রাখেন আধুনিক বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম রকিব উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অব.) মো: শাহ আলম, পিএসসি, পরিক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমেদ। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (জনসংযোগ) মোহাম্মদ আলমগীর হোসাইন এর উপস্থাপনায় এতে স্বাগত বক্তব্য দেন লাইব্রেরীয়ান মোল্লা রফিক আহমদ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীব এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।