সিলেট রিপোর্ট:
সিলেটের জকিগঞ্জ উপজেলার দ্বীনি প্রতিষ্ঠান শাহবাগ জামিয়া মাদানিয়া ক্বাসিমূল উলুমের বার্ষিক ইসলামী মহাসম্মেলন ৪ ফেব্র“য়ারি সোমবার দিবারাত্রি মাদ্রাসা সংলগ্ন ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন আল¬ামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মুফতি মুহিŸবুল হক গাছবাড়ি, মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী, মাওলানা শফিকুল হক সুরইঘাটি, মাওলানা মুহিউল ইসলাম বুরহান। বয়ান পেশ করবেন- মুসলিম উম্মাহ’র রাহনুমায়ে তরিকত আল¬ামা বিলাল বাওয়া লন্ডন, ড. মাওলানা আশরাফ মাক্বদাম লন্ডন, শায়খুল হাদীস নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা জুনায়েদ আল হাবিব ঢাকা, মাওলানা খালেদ সাইফুল¬াহ আইয়ূবী, মুফতি মাওলানা আবুল হাসান, মাওলানা সিরাজুল ইসলাম প্রমুখ উলামায়ে কেরাম বয়ান পেশ করেন। স্বাগত বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া ক্বাসিমূল উলুমের প্রিন্সিপাল ক্বারী মাওলানা আব্দুল হাফিজ। পরিচালনায় ছিলেন ভাইস প্রিন্সিপাল মুফতি মাসউদ আহমদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ তাপাদার,জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরের সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব।