সিলেটশনিবার , ৯ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ভেজাল মদপানে নিহতের সংখ্যা বেড়ে ৭০

Ruhul Amin
ফেব্রুয়ারি ৯, ২০১৯ ৯:৫৫ অপরাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক :: ভারতের উত্তর প্রদেশ ও উত্তরাখন্ডে ভেজাল মদপানে নিহতের সংখ্যা বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। এর আগে ভারতীয় গণমাধ্যমে মৃতের সংখ্যা ৪৪ জন বলে জানানো হয়েছিল। ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত তিনদিনে উত্তর প্রদেশ রাজ্যের সাহারনপুর জেলায় ৩৬ জন, কুশিনগর জেলায় ৮ জন এবং উত্তরাখন্ডে ২৮ জন গত তিন দিনে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ছাড়া বেশ কয়েকজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছে। পুলিশ বলছে, উত্তর প্রদেশ রাজ্যের সাহারানপুরের যারা মারা গেছে তারা পার্শ্ববর্তী উত্তরাখন্ডে একটি শেষকৃত্য অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে তারা ভেজাল মদপান করে মারা গেছে। কয়েকজন সেই মদ সাহারানপুরে নিয়ে এসে বিক্রি করে।  উল্লেখ্য, উত্তর প্রদেশে ২০১১ সাল থেকে এখন পর্যন্ত ভেজাল মদপানে অন্তত ১৭৫ জনের বেশি লোকের মৃত্যু হয়েছে।