সিলেট রিপোর্ট:সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এবারের জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) পরীক্ষায় ১ লাখ ৩২ হাজার ৯শ ৬৯ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৬ হাজার  ২৭২ জন অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা বেড়েছে ৩ হাজার ৭শ ৪৪ জন। ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল- ১ লাখ ২৮ হাজার ৯শ ৫২ জন।

১ থেকে ১৭ নভেম্বর দেশের সবকটি শিক্ষাবোর্ডের একযোগে অনুষ্ঠিত হবে জেএসসি ও জেডিসি পরীক্ষা। পরীক্ষা অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি গ্রহণ করেছেন বোর্ড কর্তৃপক্ষ।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বোর্ডে এবার মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা সংখ্যা ৭৫ হাজার ৩৮ জন এবং ছেলে পরীক্ষার্থীর সংখ্যা ৫৭ হাজার ৯শত ৩১ জন। অর্থাৎ মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ১০৭ জন বেশী।

আর জেলাওয়ারী পরীক্ষার্থীর মধ্যে সিলেটে ৪৮ হাজার ৪৫৪ জন, হবিগঞ্জে ২৬ হাজার ৪০৫ জন, মৌলভীবাজারে ২৯ হাজার ৫৩০ জন এবং সুনামগঞ্জে ২৮ হাজার ৫৮০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

গত বছর ১১৯ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেয়া হলেও এবার পরীক্ষা কেন্দ্র আরো ৫টি বেড়ে দাঁড়িয়েছে ১২৪টি। এছাড়া এবার ১ হাজার ৪টি স্কুলের শিক্ষার্থীরা জেএসসিতে অংশ নেবে। গত বছর এ সংখ্যা ছিল ৯৬৯ টি।

সিলেট শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. সামছুল ইসলাম জানান, শেষ মুহুর্তে জেএসসিতে আরো ২৫৭৩ জন পরীক্ষার্থী অন্তর্ভূক্ত হওয়ায় মোট পরীক্ষার্থীর এ সংখ্যা দাঁড়িয়েছে। গত বছরের তুলনায় শিক্ষার্থী বৃদ্ধি শতকরা ৩ ভাগ এবং ৩৫টি স্কুল বৃদ্ধি পেয়েছে বলে জানান। এবার বৃদ্ধি পাওয়া ৫টি কেন্দ্রের মধ্যে সুনামগঞ্জে ১টি রয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত বছর জেএসসিতে সিলেট বোর্ডের পাশের হার ছিল শতকরা ৯৩.৫৯ ভাগ এবং জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৯শ ৫৬ শিক্ষার্থী।