সিলেটশনিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বরুনার ছালানা ইজলাছ সম্পন্ন

Ruhul Amin
ফেব্রুয়ারি ১৬, ২০১৯ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট বিভাগের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান বরুণা মাদরাসার বাৎসরিক সম্মেলন ‘ছালানা ইজলাছ’ গতকাল (১৫ ফেব্রুয়ারি) শুক্রবার লাখো মানুষের অংশগ্রহণে সম্পন্ন হয়। মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ, দেশে ইসলামি পরিবেশ ও মাদরাসা শিক্ষার অগ্রগতি কামনায় এক আবেগঘন মোনাজাতের মাধ্যমে পরদিন সকালে মাহফিল সমাপ্ত হয়। শ্রীমঙ্গল উপজেলার বরুণা গ্রামের মাদরাসার বিশাল মাঠজুড়ে প্যান্ডেলের নিচে আধ্যাত্ত্বিকতার আবহ সৃষ্টি হয়। শুক্রবার সকাল দশটায় বরুণার পীর সাহেব আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির শায়খুল হাদিস আল্লামা খলিলুর রহমান হামিদির উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে সম্মেলনের মূল অধিবেশন শুরু হতেই লাখো জনতার উপস্থিতিতে কানায় কানায় ভরে ওঠে প্যান্ডেল। অনুষ্টিত হয় সিলেটের বহুত্তম জুমার নামাজের জামাত। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চল থেকে জামাতবদ্ধ হয়ে ভোর হতেই মুসল্লিগণ সমবেত হতে থাকেন হাইল হাওরের বেলাভূমি বরুণার ময়দানে।
বয়ান পেশ করেন, আর্ন্তজাতিক মিডিয়া ব্যক্তিত্ব ,মানবতার অন্যতম দরদী, ইক্বরা টিভি ইউরোপের স্বত্তাধিকারী খাদিমুল ইসলাম হযরত ইমাম ক্বাসিম রাশিদ আহমদ (দা.বা.), আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক র্বণভী, খলীফায়ে র্বণভী শায়খুল হাদীস আব্দুস শহীদ, অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসনে খান, মাওলানা শেখ নূরে আলম হামিদী, মাওলানা শেখ বদরুল আলম হামিদী প্রমুখ।