সিলেটশুক্রবার , ১৫ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দিরাই-শাল্লায় বীরাঙ্গনাদের খোঁজ নিলেন জেলা প্রশাসক

Ruhul Amin
মার্চ ১৫, ২০১৯ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শাল্লা প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাই ও শাল্লার ৪ বীরাঙ্গনার বসত বাড়ি পরিদর্শন ও তাদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ।

বৃহস্পতিবার বিকালে জেলার শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের বীরাঙ্গনা মোছাঃ জমিলা খাতুন, একই গ্রামের বীরাঙ্গনা মোছাঃ পেয়ারা বেগম, পেরুয়া গ্রামের বীরাঙ্গনা মোছাঃ কুলছুম বিবি ও দিরাই উপজেলার পেরুয়া গ্রামের বীরাঙ্গনা প্রমিলা দাসের বসত বাড়িতে যান জেলা প্রশাসক।

এসময় তিনি বীরাঙ্গনাদের সাথে কথা বলেন ও তাঁদের খোঁজ খবর নেন। পরিদর্শনকালে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-মুক্তাদির হোসেন।

জেলা প্রশাসককে কাছে পেয়ে বীরাঙ্গনাগণ আবেগ আপ্লুত হয়ে পড়েন। জেলা প্রশাসক তাদের সার্বিক অবস্থার খোঁজ নেন এবং সরকার প্রদত্ত বিভিন্ন সুযোগ- সুবিধা যথাযথভাবে প্রদানের আশ্বাস প্রদান করেন।