সিলেটসোমবার , ১৮ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে চার ঘণ্টায়ও ভোট পড়েনি দুইটি বুথে

Ruhul Amin
মার্চ ১৮, ২০১৯ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজার প্রতিনিধি :: পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের ৭টি উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ। তবে ভোটার উপস্থিতি খুবই কম। নির্বাচন কর্মকর্তারা বলছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।

এদিকে ভোট শুরুর চার ঘন্টা পরও মৌলভীবাজার সদর উপজেলার কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯টি বুথের মধ্যে দুইটি বুথে একটিও ভোট পড়েনি। এই কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৯০০ জন। দুপুর ১২টা পর্যন্ত এখানে ভোট পড়েছে মাত্র ২২টি।

এর আগে সকাল সাড়ে ১০টায় এই কেন্দ্রে গিয়ে দেখা যায়, ভোট পড়েছে মাত্র ৮টি। এর মধ্যে চারটি বুথে একটি ভোটও পরেনি।

কাশীনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার নিলাদ্রি শেখর বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রয়েছে। ভোটার আসলে ভোট দিতে পারবেন। আশা করছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়বে।