সিলেটসোমবার , ১৮ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চতুল বাজারে ডেকোরেটার্সে সন্ত্রাসী হামলা

Ruhul Amin
মার্চ ১৮, ২০১৯ ৩:১৬ অপরাহ্ণ
Link Copied!

 

বিশেষ প্রতিনিধি:
কানাইঘাট উপজেলার চতুল বাজারে ইফতেখার ডেকোরেটার্সে সন্ত্রাসী হামলা হয়েছে। ১৫ মার্চ রাত সাড়ে এগারোটায় এই হামলা হয়। জানা যায়, একদল স্থানীয় সন্ত্রাসী মাদকাসক্ত হয়ে ডেকোরেটার্সের সত্ত্বাধিকারী বিলাল আহমদের কাছে এসে চাঁদা দাবী করে। চাঁদা কেন দেব? এই প্রশ্নের উত্তরে তারা বলে যে, ‘নির্বাচন উপলক্ষ্যে তো অনেক টাকা ইনকাম করেছ, এখানে কি আমাদের কোন অংশ নেই?’। এই বলে তারা বিলাল আহমদের উপর হামলে পড়ে। বিলাল আহমদ গত একুশে ফেব্রুয়ারি একটি দুর্ঘটনায় পায়ে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন। এজন্য প্লাস্টার করা ছিল তা পা। তাই তিনি সন্ত্রাসীদের কোন প্রকার মোকাবেলা করতে পারেন নি। তারা তাকে আচ্ছা মতো মারধর করে নগদ একলক্ষ টাকা ও চারটি ব্যাটারি ছিনিয়ে নিতে সক্ষম হয়।

এই ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা হয়নি। তার কারণ হিসেবে বিলাল আহমদ বলেন, স্থানীয় মুরব্বীরা বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন। যদি সমাধান না হয়, তাহলে অবশ্যই মামলা দেওয়া হবে।