সিলেটসোমবার , ১৮ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জেলা বিএনপির মিলু-ইলিয়াছ সহ ৮ নেতাকে শোকজ

Ruhul Amin
মার্চ ১৮, ২০১৯ ৩:৩৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার অভিযোগে ৮ বিএনপি নেতাকে শোকজ করেছে সিলেট জেলা বিএনপি।

 

শনিবার (১৬ মার্চ) তাদের দলের নিয়ম শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- এই বিষয়ে তাদের বক্তব্য ৭ দিনের মধ্যে লিখিতভাবে দেওয়ার জন্য বলা হয়েছে।

 

জানা যায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

 

সূত্র জানায়, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আহমেদুর রহমান চৌধুরী মিলু ও সদস্য মো. ইলিয়াছ মিয়া মেম্বার ছাড়াও জকিগঞ্জ উপজেলাসহ বিভিন্ন উপজেলার আরো ৬জন নেতাকে শোকজ লেটার পাঠানো হয়।

 

এ ব্যাপারে জেলা বিএনপির সিলেট জেলা বিএনপির সহ দফতর সম্পাদক দিদার ইবনে তাহের লস্করের কাছে জানতে চাইলে তিনি বলেন, দলের সিদ্ধান্ত পরিপন্থি কিছু করলে দল সাংগঠনিকভাবে ব্যবস্থা নিবে। এর বাইরে তিনি কোন মন্তব্য করতে রাজি হননি।

 

তবে- জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে তাদের শোকজ করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।