সিলেটবুধবার , ২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পকে নারী উৎপীড়ক বললেন হিলারি

Ruhul Amin
নভেম্বর ২, ২০১৬ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:
নারীদের চেহারা নিয়ে সমালোচনা করায় যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে উৎপীড়ক আখ্যা দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক র‍্যালিতে হিলারি ওই মন্তব্য করেন।

হিলারি বলেন, নারীদের খাটো, অধঃপতিত, অপমান ও হেনস্তা করার ৩০ বছরের ইতিহাস আছে ট্রাম্পের।

এদিকে যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক সমাবেশে হিলারিকে ‘দুর্নীতিগ্রস্ত’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, তিনি (হিলারি) স্বাস্থ্যসেবাকে চিরতরে ধ্বংস করে দেবেন। একই সঙ্গে হিলারিকে আগাম ভোট দেওয়া লোকজনকে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানান ট্রাম্প।

ফ্লোরিডার সমাবেশে সাবেক মিস ইউনিভার্স অ্যালিসিয়া ম্যাচাদোকে নিয়ে মঞ্চে ওঠেন হিলারি। বক্তব্যে হিলারি বলেন, প্রাথমিক স্কুলে পড়ার সময়ই তিনি শিখেছেন যে, মানুষকে অসম্মান করা উচিত নয়।

বক্তব্যে ম্যাচাদো বলেন, ডোনাল্ড ট্রাম্প নিষ্ঠুর। ট্রাম্পের এক মন্তব্যের জেরে তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগেছেন।

এর আগে ম্যাচাদো বলেছিলেন, ট্রাম্প তাঁকে ‘মিস শুয়োর শাবক’ আখ্যা দিয়েছিলেন।

ট্রাম্পকে নিয়ে হিলারির বক্তব্যের সঙ্গে সুর মেলালেন প্রেসিডেন্ট বারাক ওবামাও। ওহাইওর এক র‍্যালিতে তিনি বলেন, জীবনভর নারীদের শুয়োর, কুকুর ও কুঁড়ে বলেছেন ট্রাম্প।

চলতি বছরের অক্টোবর থেকে ট্রাম্পের বিরুদ্ধে একাধিক নারীকে যৌন হেনস্তার অভিযোগ ওঠে। বিশেষত, ২০০৫ সালের একটি ভিডিও (যাতে নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করতে দেখা যায় ট্রাম্পকে) প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।