সিলেটশুক্রবার , ২৯ মার্চ ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

অনেক হাওরে ফসল এখনও অরক্ষিত, উদ্বিগ্ন কৃষক

Ruhul Amin
মার্চ ২৯, ২০১৯ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ প্রতিনিধি

‘নির্ধারিত সময়ের একমাস পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি সুনামগঞ্জ হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ। অনেক হাওরে ফসল এখনও অরক্ষিত, ফলে ফসল নিয়ে উদ্বিগ্ন কৃষক।’

গত ৩ দিন সুনামগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন হাওর পরিদর্শন শেষে হাওর নিয়ে কাজ করা দেশের ৩৫ টি সংগঠনের জোট হাওর এডভোকেসি প্লাটফর্ম(হ্যাপ) সংবাদ সম্মেলনে এসব কথা জানায়।

শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে হাওর এডভোকেসি প্লাটফর্ম(হ্যাপ) উদ্যেগে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

এসময় হাওর আন্দোলনের নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, হাওর এডভোকেসি প্লাটফর্ম(হ্যাপ) এর যুগ্ম আহবায়ক শরিফুজ্জামান শরিফ, হাওরবাসি রক্ষায় নাগরিক উদ্যোগ এর আহবায়ক নির্মল ভট্টাচার্য্য, সিপিবির সাধারন সম্পাদক অ্যাডভোকেট এনাম আহমেদ, হাওর আন্দোলনের নেতা পঙ্কজ দে সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বাঁধের কাজের মেয়াদের একমাস পেরিয়ে গেলেও বিভিন্ন হাওরে এখনো শেষ হয়নি বাধের কাজ। এখন ভারি বৃষ্টি হলেও এসব বাঁধ তলিয়ে যেতে পারে। তাই ফসল নিয়ে হাওরের কৃষকরা উদ্বিগ্ন। এছাড়া ফসলের সরকারি দাম ও ধান কেনার প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেন বক্তারা।

তাই দ্রুত হাওরের ফসল রক্ষার বাঁধের কাজ শেষ করে কৃষকের ফসল রক্ষা সরকারকে এগিয়ে আসতে আহবান জানানো হয়।