সিলেটবৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শাবি’র দুই শিক্ষার্থীর একই দিনে মৃত্যু

Ruhul Amin
এপ্রিল ৪, ২০১৯ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

শাবি প্রিিতনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর একই দিনে মৃত্যু হয়েছে। বুধবার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বিশ্ববিদ্যালয়ের ২০১০-১১ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সৈয়দ আরিফ সাদিক প্রান্ত মৃত্যু বরণ করেন। দুই ছাত্রের মৃত্যুতে ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে।

কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রান্ত জিবিএস (Guillain barre syndrome) নামক ভয়াবহ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মাসখানেক যাবত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বুধবার সকালে সবাইকে কাঁদিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। প্রান্তের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগ।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সালমা আক্তার বলেন, ‘এ ঘটনায় আমরা সবাই মর্মাহত। আমরা আশা করছি, প্রান্তের পরিবার ও বন্ধুরা খুব দ্রুত এ শোক কাটিয়ে উঠবে।’

এদিকে, বুধবার বিকেল ৩টায় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী মো. আল আমিন দুরারোগ্য ব্যাধি নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সমাজকর্ম বিভাগের সাবেক শিক্ষার্থী ও আল আমিনের সহপাঠী সোহাগ আহমেদ।
দীর্ঘ এক মাস চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার বিকেল ৩টা দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মো. আল আমিন চলতি বছরের শুরুর দিকে পুলিশের এস আই পদে সুপারিশপ্রাপ্ত হয়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমীতে যোগদান করেন। প্রশিক্ষণরত অবস্থায় হঠাৎ নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে তাকে প্রাথমিকভাবে রাজশাহী মেডিকেল কলেজে পরবর্তীতে ল্যাব এইড হাসপাতালে এবং সর্বশেষ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।
মো. আল আমিন ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তিলাটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তার বাবা আবুল বাশার পেশায় একজন কৃষক। চার ভাইয়ের মধ্যে আল আমিন ছিলেন সবার বড়।
একই দিনে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর অকাল প্রয়াণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।