সিলেটসোমবার , ৮ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

লাক্কাতুরায় হিজড়ার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি

Ruhul Amin
এপ্রিল ৮, ২০১৯ ১১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সিলেট শহর লাককাতুরা এলাকায় একটি ছড়া থেকে কবীর হোসেন বাবিতা (3২) নামের এক হিজড়া (তৃতীয় লিঙ্গ) মৃত উদ্ধারের রহস্য সৃষ্টি হয়েছে। গাড়ি চাপায় নাকি অতিরিক্ত মদপানে তার মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। ওসমানী মেডিকেল কলেজ মগগ ময়না তদন্ত শেষে ববিতার লাশ রবিবার দুপুরে স্বজনদের হাতে হস্তান্তর করা হয়েছে।
শনিবার সকালে স্থানীয় লোকজন থেকে খবর পেয়ে সিলেট বিমানবন্দর থানা পুলিশ লাককাতুরার একটি ছড়া থেকে হিজড়া লাশ উদ্ধার করে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জেডান আল মুসা জানান, নিহত হিজড়ার নাম তার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা দুগনই বদলপুর গ্রামে। অতিরিক্ত মাদপানে নাকি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। তিনি বলেন, যে হিজড়া অন্য হিজরাদের সঙ্গে বাদাম বাগিচা এলাকা শহীদ ডাক্তারের বাসভবনে বাস করতেন তিনি বলেন, ময়না তদন্ত শেষে হিজড়া লাশ নিয়ে গেছেন তার এক স্বজনপতি। তার বাবা মোঃ আবদুল হাসিম ও মা জুলেখা বেগম সিলেটে এ ঘটনা ঘটলে মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।