সিলেটমঙ্গলবার , ৯ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধর্মপাশায় যাত্রাপালা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

Ruhul Amin
এপ্রিল ৯, ২০১৯ ১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: সুনামগঞ্জের ধর্মপাশায় আনন্দ মেলার নামে অশ্লীল নৃত্য ও যাত্রাপালা বন্ধের দাবিতে ধর্মপাশা আলেম উলামা ও তাওহিদী জনতা ঐক্য পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টায় বিক্ষোভ মিছিলটি পৌর শহরের আশরাফুল উলুম মাদ্রাসার সামনে থেকে শুরু হয় এবং শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে ধর্মপাশা আলেম উলামা ও তাওহিদী জনতা ঐক্য পরিষদের সভাপতি এবং আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা বজলুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা মাহমুদ হাসানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা মুখলেছুর রহমান, মুফতী আবুল বাশার, রাহুল চৌধুরী, মাওলানা আমিনুল ইসলাম, মুফতি আশরাফ আলী, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন আজাদী, মাওলানা আজিজুর রহমান আজিজ, মাওলানা ফয়সল আমীন জিহাদী, মাওলানা আঃ সালাম, হাফেজ আবুল বাশার, হাফেজ তৌফিক আহমদ প্রমুখ। এসময় বক্তারা উপজেলার সদর ইউনিয়নের লংকাপাথারিয়া গ্রামে ৭ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত ১৫ দিন ব্যাপী একটি মহল আনন্দ মেলার নামে যাত্রাপালার আয়োজন করায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। সেই সাথে আনন্দ মেলার নামে এই অশ্লীল নৃত্য ও যাত্রাপালা সাধারণ মুসলমানদের ঈমানহারা করবে ও সমাজে অশ্লীলতার আত্মপ্রকাশ ঘটাবে বলে মন্তব্য করেন এবং অনতিবিলম্ব এই ঈমান বিধ্বংসী কার্যকলাপ বন্ধের জোর দাবি জানান। সমাবেশ শেষে যাত্রাপালা বন্ধের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং দুপুর১ টার দিকে দুয়ার মাধ্যমে কর্মসূচী সমাপ্ত হয়।