সিলেটবুধবার , ২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জগন্নাথপুরে ব্রিটিশ কন্যার বিয়ে নিয়ে নাটকীয়তা

Ruhul Amin
নভেম্বর ২, ২০১৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর থেকে,জাবির আহমদ চৌধুরীঃ  জগন্নাথপুরে এক ব্রিটিশ কিশোরীর বিয়ে নিয়ে নাটকীয়তায় এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে।  তবে জাতীয় মানবাধিকার ইউনিটির তৎপরতায় এ বাল্য বিয়ে পন্ড হয়েছে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার নাদামপুর গ্রামের সিদ্দিক আলীর দ্বিতীয় স্ত্রীর ১৭ বছর ৭ মাস বয়সী ব্রিটিশ কন্যাকে তাঁর খালাতো ভাই স্থানীয় গোরারগাঁও গ্রামের সাইজুর রহমানের সাথে গত সোমবার বিয়ে দেয়ার আয়োজন চলছিল। খবর পেয়ে জাতীয় মানবাধিকার ইউনিয়নিটির জগন্নাথপুর উপজেলা কমিটির সভাপতি আলহাজ্ব শাহ নুরুল করিম ও সাধারণ সম্পাদক আলী আছগর ইমন, জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কাজী আরিফুর রহমান ও জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গেলে বিয়ের কোন সত্যতা পাননি। এ সময় প্রশাসনের কর্তা ব্যক্তিদের উপস্থিতি টের পেয়ে বিয়ের ঘটনা নিয়ে লুকোচুরি করা হয়। পরে বাল্য বিবাহ না দেয়ার জন্য ব্রিটিশ কন্যা ও মা-বাবা জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এর কাছে লিখিত অঙ্গিকার করে যান। তবে ব্রিটিশ কিশোরীর বাল্য বিয়ে হওয়ার কথা থাকলেও মানবাধিকার কর্মীদের তৎপরতায় জানাজানি হওয়ায় অবশেষে তা পন্ড হয়ে যায়।