সিলেটশনিবার , ১৩ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাতার জমিয়ত এর ‘সুমাল শাখা’র পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Ruhul Amin
এপ্রিল ১৩, ২০১৯ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

কাতার থেকে নিজস্বপ্রতিনিধি,সিলেট রিপোর্ট:”জমিয়তের দাওয়াত জমিয়তের পয়গাম, আল্লাহর জমিনে আল্লাহর নেজাম” আকাবির-আসলাফের ঐতিহাসিক এই গ্লোগানকে সামনে রেখে বিগত বৃহস্পতিবার (১২ এপ্রিল ২০১৯ ইং) বাদ এশা কাতার সুমাল আইনসিনান জামে মসজিদে ‘জমিয়তে উলামায়ে ইসলাম কাতার’র ‘সুমাল শাখা’ গঠন উপলক্ষ্যে এক জরুরী বৈঠক অনুষ্টিত হয়। কাতার ভিত্তিক বিভিন্ন দাওয়াতি সংস্থার প্রবিন মুরব্বি হযরত মাওলানা শায়খ লুৎফুর রহমানের সভাপতিত্বে এবং মাওঃ আব্দুল মতিন জালালী’র পরিচালনায় উক্ত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার জমিয়ত কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ সভাপতি মাওঃ বদরুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতার জমিয়তের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওঃ আব্দুশ শহীদ ।
বৈঠকে মাওঃ আমিরুল ইসলাম, মাওঃ আমির উদ্দিন, মাওঃ হেলাল উদ্দিন, মাওঃ আব্দুল্লাহ, মাওঃ মুকাররাম হুসাইন, মাওঃ মুজাহিদুল ইসলাম, মাওঃ সাইদ আহমদ, মৌলভী আমজাদ হুসাইন, হাফেজ রহমত উল্লাহ, হাফেজ মোঃ মুহিউদ্দিন, হাফেজ আব্দুর রহমান, মাওঃ সাইদ আহমদ, হাফেজ নিয়ামত উল্লাহসহ কেন্দ্রীয় এবং স্থানীয় প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বৈঠকে উপস্থিত কাতার সুমালের প্রত্যন্ত এলাকা হতে আগত নেতা-কর্মীসহ কেন্দ্রীয় ও স্থানীয় গুরুত্বপুর্ন নেতৃবৃন্দের সম্মিলিত মতামতের ভিত্তিতে আইনসিনান জামে মসজিদের ইমাম ও খতীব হযরত মাওঃ শায়েখ লুৎফুর রহমান সাহেবকে সভাপতি ও মাওঃ আব্দুল মতিন জালালীকে সেক্রেটারী এবং মাওঃমুকাররাম হুসাইনকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট তিন বৎসর মেয়াদি একটি পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

পুর্ণাঙ্গ কমিটি নিম্নরোপ:-
১. সভাপতিঃ হযরত মাওলানা শায়েখ লুৎফুর রহমান।
২. সহসভাপতিঃ মাওঃ হেলাল উদ্দিন।
৩. সেক্রেটারীঃ মাওঃ আব্দুল মতিন জালালী।
৪. যুগ্নসেক্রেটারীঃ মাওঃ আমির উদ্দিন।
৫. সহসেক্রেটারীঃ মাওঃ আমিরুল ইসলাম।
৬. সহসেক্রেটারীঃ মাওঃ আব্দুল্লাহ।
৭. সাংগঠনিক সম্পাদকঃ মাওঃমুকাররাম হুসাইন।
৮. যুগ্ন সাংগঠনিক সম্পাদকঃ মাওঃ মুজাহিদুল ইসলাম।
৯. সহ সাংগঠনিক সম্পাদকঃ হাফেজ মোঃ মুহিউদ্দিন।
১০. সহ সাংগঠনিক সম্পাদকঃ মৌলভী মোঃ বশির আহমদ।
১১. অর্থ সম্পাদকঃ হাফেজ মোঃ রহমত উল্লাহ।
১২. সহকারী অর্থ সম্পাদকঃ হাফেজ মোঃ একরাম উদ্দিন।
১৩. প্রচার সম্পাদকঃ মওঃ মাহমুদুল হাসান সাহেব।
১৪. সহ প্রচার সম্পাদকঃ মৌলভী মোঃ আমজাদ হুসাইন।
১৫. সহ প্রচার সম্পাদকঃ হাফেজ আব্দুর রহমান।
১৬. সমাজ কল্যাণ সম্পাদকঃ মাওঃ সাইদ আহমদ।
১৭.সহসমাজকল্যাণ সম্পাদকঃ হাফেজ মোঃ নিয়ামত উল্লাহ।
১৮.সহসমাজকল্যাণ সম্পাদকঃ মৌলভী আলমগীর হোসাইন।
১৯. সাহিত্য সম্পাদকঃ মাওঃ মাসউদুর রহমান।
২০. সহ সাহিত্ব সম্পাদকঃ জনাব মোঃ নুর হুসাইন।
২১. সহ সাহিত্ব সম্পাদকঃ জনাব মোঃ জুনাইদুর রহমান।
২২. সদস্যঃ মাও. নাসির উদ্দীন।
২৩. সদস্যঃ মোঃ আব্দুল্লাহ।
২৪. সদস্যঃ মোঃ রেজাউল করিম।
২৫. সদস্যঃ মোঃ মোবারক হসাইন।