সিলেটবুধবার , ২ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বিয়ানীবাজারে বিয়ে অনুষ্টানে সংঘর্ষ, ওসিসহ আহত ১২

Ruhul Amin
নভেম্বর ২, ২০১৬ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: বিয়ানীবাজার গ্রামবাসী ও মাইক্রো চালকদের মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ অনন্ত ১২জন আহত হয়েছেন। বুধবার বিকেলে পৌরশহরে এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, পৌরশহরের আলিশা কমিউনিটি সেন্টারে শ্রীধরা গ্রামের দুদু মিয়ার মেয়ের বিয়ে অনুষ্টানের প্রীতিভোজ শেষে বরযাত্রীরা বাড়ি ফিরার সময় মাইক্রোতে ওঠানামা নিয়ে চালক বাবুলের সাথে বরে পিতা আব্দুল মতিনের বাগবিতণ্ডা ঘটে।

এ সময় একটি মাইক্রো চালক বাবুল উত্তেজিত হয়ে আব্দুল মতিনকে গাড়ি চাবি দিয়ে আঘাত করেন। এতে মতিন আহত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এদিকে নতুন আত্মীয়রা মাইক্রো চালকের হাতে আহত হয়েছেন শুনে শ্রীধরা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা বিকাল সাড়ে ৪টার দিকে পৌরশহরের উত্তরবাজারে মাইক্রো চালক সমিতির কার্যালয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে থানার ওসিসহ উভয়পক্ষের অনন্ত ১২জন আহত হয়েছেন। তারা সবাই স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

বিয়ানীবাজার মাইক্রো চালক সমিতির সভাপতি বিলাল আহমদ বলেন, পরিবহণ শ্রমিকদের উপর অতর্কিত হামলা করা হলে আমরা প্রতিরোধের চেষ্ঠা করি। এ হামলায় জড়িতদের গ্রেফতার না করলে পরিবহন শ্রমিকরা আন্দোলনে নামবে।

তবে শ্রীধরা গ্রামের আমান উদ্দিন বলেন, ‘চালকরা বিয়ের অনুষ্ঠানে হামলা চালিয়েছে। আমরা প্রতিবাদ করতে আসলে তারা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। গ্রামের অনেক নিরিহ মানুষ আহত হয়েছেন।

বিয়ানীবাজার থানায় ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, ‘দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে আমার দুই পায়ে আঘাত পেয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।