সিলেটবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিতে গ্রাহক শুনানি

Ruhul Amin
এপ্রিল ১৮, ২০১৯ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

সিলেটসহ সর্বত্র গ্যাস সংযোগ চালুর দাবিতে গ্রাহক শুনানি অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক শুনানিতে গ্যাস সংযোত বন্ধের সিদ্ধান্তকে গণবিরোধী বলে মন্ত্রব্য করেছেন শুনানির জুরি বোর্ড।

বৃহস্পতিবার বিকেল ৫টায় সিলেট নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির জুরি বোর্ড এর সদস্য ছিলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সিলেট সভাপতি লোকমান আহমদ, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেট সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।

গ্রাহক শুনানিতে সভাপত্বি করেন গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের আহ্বায়ক ও সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ধীরেণ সিংহ।

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের যুগ্ম আহ্বায়ক ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের পরিচালনায় গণশুনানীর শুরুতে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও জাসদ সাধারণ সম্পাদক কে.এ কিবরিয়া চৌধুরী।

গ্যাস সংযোগ বন্ধ প্রতিরোধ আন্দোলন সিলেটের পক্ষে বক্তব্য দেন প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি আরিফ মিয়া, ন্যাপ সাধারণ সম্পাদক এম এ মতিন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক কমরেড উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, জাসদ মহানগর সাধারণ সম্পাদক গিয়াস আহমদ, গণতন্ত্রী পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার আহমদ, বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল।

গ্রাহকদের মধ্যে বক্তব্য রাখেন এড. রনেণ সরকার রনি, নিজাম উদ্দিন, ওমর ফারুক, আব্দুল জব্বার শাহিন, বেসরকারি উন্নয়ন সংস্থার লক্ষীকান্ত, চ লেন্দু দাশ, পরম জ্যোতি।

সমাপনী বক্তব্যে সভাপতি ধীরে সিংহ আগামী ৫মে সকাল ১১টায় জালালাবাদ গ্যাস অফিস সম্মুখে বিক্ষোভ ও জ্বালানি মন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচি ঘোষণা করেন।