সিলেটশুক্রবার , ১৯ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বানিয়াচংয়ে আগুনে পুড়লো ৪ ব্যবসা প্রতিষ্ঠান

Ruhul Amin
এপ্রিল ১৯, ২০১৯ ৪:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :

হবিগঞ্জের বানিয়াচং বড় বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪টি দোকান পুড়ে গেছে।

শুক্রবার (১৯ এপ্রিল) সকালে ঘন্টাব্যাপী এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে বানিয়াচং ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সকালে বড় বাজারের সাবরেজিস্ট্রি অফিস এলাকায় আগুন দেখতে পান ব্যবসায়ীরা। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা আশপাশে ছড়িয়ে পড়ে। এতে বান্নী ক্লথ স্টোর, কলি ফুড অ্যান্ড চিকেন ফিডস, মিলাদ ভেরাইটিজ স্টোর এবং কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোর পুড়ে ছাই হয়ে যায়। এ সময় পাশ্ববর্তী একটি মসজিদের বেশকিছু আসবাবপত্রও ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত ৪টি দোকানের মধ্যে কুহিন মিয়ার ভেরাইটিজ স্টোরটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ব্যবসা শুরুর এক দিনের মাথায়ই বড় ধরনের এ দুর্ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন দোকান মালিক।

বানিয়াচং ফায়ার সার্ভিসের ইনচার্জ শামছুল ইসলাম জানান, প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পার্শ্ববর্তী মসজিদের ইলেকট্রিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে আনুমানিক প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান তিনি।