সিলেটবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

হিলারির পক্ষে জনমত তুঙ্গে, বাংলাদেশিদের প্রতি আহ্বান

Ruhul Amin
নভেম্বর ৩, ২০১৬ ১০:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

রশীদ আহমদ,নিউইর্য়ক থেকে: হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক সমর্থন জানাতে সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকা আয়োজিত এক মিডিয়া ডায়লগে যোগ দিয়ে বক্তরা হিলারি ক্লিনটনকে বিজয়ী করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি উদার্ত্ত আহ্বান জানান।
বাংলাদেশ পত্রিকা আয়োজিত ওই ডায়লগে দর্শক সারি থেকে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রিয় নির্বাহী পরিষদের ভাইস চেয়ারম্যান সাংবাদিক নেতা শওকত মাহমুদ ও আন্তর্জাতিক সম্পাদক মাহিদুর রহমান । এসময় শওকত মাহমুদ বলেন, হিলারি ক্লিনটন হচ্ছেন সভ্যতার পক্ষের প্রতিদ্ধন্ধি, হিলারি ইমিগ্রান্ট কমিউনিটির অধিকার রক্ষার প্রার্থী। হিলারিই হচ্ছেন প্রথম প্রেসিডেন্ট পদপ্রার্থী যিনি প্রেসিডেন্ট প্রার্থী হবার আগেই দুইবার বাংলাদেশ সফর করেছেন। সুতরাং সভ্যতার পক্ষের প্রার্থীকেই বাংলাদেশিদের বিজয়ী করে আনতে হবে।
সাপ্তাহিক বাংলাদেশ পত্রিকার সম্পাদক ডা. ওয়াজেদ এখানের সভাপতিত্বে অনুষ্ঠিত মিডিয়া ডায়লগে আরো বক্তব্য রাখেন সপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের , সাপ্তাহিক বাঙালী পত্রিকার সম্পাদক কৌশিক আহম্মেদ, সাপ্তাহিক পরিচয়ের সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বর্ণমালার সম্পাদক মাহফুজুর রহমান, সাপ্তাহিক জন্মভূমির সম্পাদক রতন তালুকদার , সপ্তাহিক প্রবাসের সম্পাদক মোহাম্মদ সাঈদ, সিনিয়র সাংবাদিক মইনুদ্দিন নাসের, এটর্নি মইন চৌধুরী, সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক জাকারিয়া মাহমুদ জিকুসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
এসময় তারা বলেন, এনির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্রের গড়ে উঠা রাজনৈতিক সংস্কৃতির মূলে আঘাত হেনেছে। এনির্বাচন নির্ধারণ করে দিবে মুসলিম ইগিগ্রান্টরা আগামী দিনে এদেশে কিভাবে তাদের জীবন যাপন করবেন। এ প্রথমবারের মতো নিউ ইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদকরা একযোগে হিলারি ক্লিনটনকে ভোট দেবার জন্য বাংলাদেশি কমিউনিটির সকল ভোটারদের প্রতি আহ্বান জানান।