সিলেটশনিবার , ২০ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের বিশিষ্ট আলেম মাওলানা আমকুনির ইন্তেকাল

Ruhul Amin
এপ্রিল ২০, ২০১৯ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট ;

সিলেটের বিশিষ্ট আলেম মাওলানা শফিকুল হক আমকুনী’ আর নেই। ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রবীণ নেতা, জামিয়া মাহমুদিয়া সোবহানীঘাট সিলেটের প্রতিষ্ঠাতা মুহতামীম, মাওলানা শফিকুল হক আমকুনী আজ বাদ মাগরীব ৭.৩০ মিনিটে মিরাবাজারস্হ তাঁর নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৮০ বৎসর। তিনি ৩ছেলে ৫ মেয়ে স্ত্রীসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তিনি নগরীর সোবাহানীঘাট জামিয়া মাহমুদিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামীম ও সোবহানীঘাট মসজিদের মতাওয়াল্লী ও খতীব হিসেবে আজীবন দায়িত্ব পালন করে গেছেন।এছাড়া তিনি জামিয়া হুসাইনিয়া গহরপুর, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুর, জামিয়া দারুসসালাম খাসদবীর মাদ্রাসাসহ অসংখ্য দ্বীনী প্রতিষ্ঠানের অভিবাবক, পৃষ্ঠপোষক, উপদেষ্ঠা, মুহতামিম হিসেবে অসংখ্য দ্বীনী খিদমাত আন্জাম দিয়ে গেছেন।
মাওলানা আমকুনী গোলাপগন্জেের নিজ গ্রাম সুন্দিশাইল মসজিদ থেকে তার শিক্ষা জীবনের সূচনা করেন। পরবর্তীতে জামিয়া হুসাইনিয়া রানাপিং, জামিয়া দেউলগ্রাম, জামিয়া ঢাকা দক্ষিণ মাদ্রাসায় প্রাথমিক, উচ্চ মাধ্যমিক লেখা পড়া সমাপ্ত করেন। পরবর্তীতে তিনি মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসা ও পাকিস্হানের নিউ টাউন করাচীত হতে উচ্চতর ডিগ্রী অর্জন করেন।