দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের হামলায় প্রাণ হারিয়েছেন গোলাপগঞ্জের জয়নাল আবেদীন। তিনি লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামের মৃত মতছির আলীর পুত্র। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল দক্ষিণ অফ্রিকায় স্থানীয় সময় রাত সাড়ে ৯টায় জয়নাল আবেদীন (৪৪) ও তার এক সহযোগী নিজ ব্যবসা প্রতিষ্ঠান কেপটাউন থেকে বাসায় ফিরছিলেন। পথে বাসে উঠার সময় তারা সন্ত্রাসীদের কবলে পড়েন। এ সময় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা জয়নাল আবেদীনের শরীরের বিভিন্ন অংশে ধারালো ছুরা দিয়ে আঘাত করে। বিশেষ করে গলায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তখন তার সহকর্মী বাংলাদেশের অধিবাসী জনৈক ব্যক্তি তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জয়নাল আবেদীনের আপন ছোট ভাই শামীম আহমদ দক্ষিণ আফ্রিকা থেকে জানিয়েছেন, লাশ দেশে পাঠানোর ব্যবস্থা চলছে। বাংলাদেশী কমিউনিটি ও আফ্রিকা সরকারের সহায়তায় শিগগিরই লাশ দেশে পাঠানো হবে বলে তিনি জানান।

এদিকে, মৃত্যু সংবাদটি গোলাগগঞ্জে পৌছালে পরিবারসহ পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। আত্মীয় স্বজন ছাড়াও মঙ্গলবার দিনভর বিভিন্ন এলাকার মানুষ জয়নাল আবেদীনের বাড়ীতে ভিড় জমান।