মঙ্গলবার সচিবালয়ের তথ্য মন্ত্রণালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে মন্ত্রী একথা জানান। তিনি বলেছেন, ‘সম্প্রচার আইন ও গণমাধ্যমকর্মী আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। আগামীকাল (বুধবার) যে অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনে উত্থাপন করা সম্ভব না। তবে পরবর্তী অধিবেশনে (বাজেট অধিবেশন) উত্থাপনের জন্য চেষ্টা থাকবে। সংসদে পাসের পর আইনে রূপান্তরিত হলে গণমাধ্যমকর্মীদের চাকরির নিরাপত্তাসহ সকল সুরক্ষা নিশ্চিত হবে।’

গণমাধ্যমকর্মীদের চাকরির নিশ্চয়তার জন্য উদ্যোগ নেবেন কিনা- জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমকর্মী আইন যখন হবে তখন চাকরির নিশ্চয়তা থেকে শুরু করে সমস্ত কিছুর আইনি সুরক্ষা প্রতিষ্ঠিত হবে।’

চাকরিচ্যুত সাংবাদিকদের আপদকালীন ভাতা প্রদানের জন্য তথ্যমন্ত্রীর সহায়তা চান নেতৃবন্দ। এ বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন, এই ট্রাস্টের টিওআরের মধ্যে এখন শুধু কেউ মৃত্যুবরণ করলে, অসুস্থ হলে সেখানে সাহায্য করা যায়। ইতোমধ্যে আমরা আলোচনা করেছি টিওআর পরিবর্তন করার জন্য, যাতে সাংবাদিকরা সাহায্য পেতে পারে।’

সাংবাদিক নেতৃবৃদের দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী জানান, এশিয়া সামিট আয়োজনে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।