সিলেটবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

এদারা বোর্ডের প্রশ্নে দাওরায়ে হাদীসের পরীক্ষা চলবে

Ruhul Amin
এপ্রিল ২৫, ২০১৯ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্টঃঃ  কওমি মাদরাসার সম্মিলিত বোর্ড হাইয়্যাতুল উলয়ার  প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়  দেশ  ব্যাপি বিক্ষোভ প্রদর্শনেেে খবর পাওয়া গেছে।  এদিকে  উত্তেজিত ছাত্রদের শান্ত থাকার জন্য আহবান জানিয়েছেন হাটহাজারী মাদরাসার সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

ফের প্রশ্নপত্র ফাঁসের কারনে আজকের দাওরায়ে হাদীসের পরীক্ষা স্তগিত করেছে হাইয়্যা। অপর দিকে সিলেট ভিত্তিক অাযাদ দ্বীনি এদারায়ে তালিম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বছীর  সিলেট রিপোর্টকে জানান, এদারার

সকল দাওরায়ে হাদীস মাদরাসার মুহতামিম সাহেবান, নাযিমে মারকায, মুহাফিজ ও পরীক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দাওরায়ে হাদীসের চলমান পরীক্ষা নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে এদারারার জরুরি মজলিসে অামেলা নিম্নোক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।

অাগামিকাল হতে এদারা প্রণীত প্রশ্নের মাধ্যমে পূর্বের রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে। ১লা মে বুধবার বিরতির দিনে আজকের স্থগিত বিষয় অাবু দাউদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯.৩০ টা থেকে ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার সকাল ৯টা থেকে ১২.৩০টা পর্যন্ত পরীক্ষা হবে।
উল্লেখ্য যে ইতিমধ্যে অনুষ্ঠিত বোখারি ২য় ও তিরমিজী ১ম খন্ডের পরীক্ষা বহাল থাকবে।