সিলেটশুক্রবার , ২৬ এপ্রিল ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রশ্নফাসের তিন কারণ

Ruhul Amin
এপ্রিল ২৬, ২০১৯ ৭:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

এহসানুল হক: প্রশ্নফাস কারা করছে, এর গোড়ায় কোন চক্র আছে সেটা বের করা অনেক কঠিন কাজ। তবে এটা কোন মহল থেকে হচ্ছে এ ব্যপারে কিছু অনুমান করা যেতে পারে।

১. কওমি সনদের স্বীকৃতির হবার পর এমন কিছু শিক্ষার্থী পরিক্ষা দিচ্ছে, যারা পড়াশুনা করে আসেনি। সে হতে পারে কওমিরই আগের ফারেগ। অথবা কয়েক জামাত টপকে চলে এসেছে সনদ নিতে। অথবা সে হতে পারে আলিয়ার ছাত্র।

তারা পড়াশুনা না করেই পরিক্ষার বৈতরণি পার হতে চায়। প্রশ্ন পেয়ে গেলে তাদের কাজটা সহজ হয়ে যায়। এজন্য হতে পারে তাদের কারো প্রচেষ্টায় প্রশ্নফাস হয়েছে।

২. বেফাক ও হাইয়া বিরোধী একটা জনগোষ্ঠি আমাদের মহলে আছে, তাদেরকে আপনারা চিনেন।

এখন আরও যোগ হয়েছে সাদপন্থি কিছু আলেম। যারা বেফাককে ব্যর্থ প্রমাণ করতে চায়। আলেমদের ব্যর্থ প্রমাণ করতে চায়।

প্রশ্নফাস হলে তাদের উদ্দেশ্য অনেকটাই সফল হয়ে যায়। কাঠগড়ায় দাড় করানো যায় আলেম সমাজকে। হতে পারে এ উদ্দেশ্যে তারা প্রশ্নফাস করেছে।

৩. ইসলাম ও কওমি মাদরাসা বিরোধী নানা ধরনের গোষ্ঠি আছে, আছে সরকারের কিছু তাবেদার। যারা মাদরাসার কল্যাণ চায় না। যারা হাইয়ার ব্যর্থতা প্রমাণ করতে চায়। আলেমদের দুর্বলতা দেখাতে চায়।

এভাবে বারবার দুর্বলতা প্রকাশ হতে থাকলে মাদরাসার ভীতরগত এসব বিষয়ে নাক গলানোর সুযোগ এসে যাবে।

এক সময় হয়তো কাজে সহযোগীতার নাম দিয়ে এগিয়ে আসবে সরকার। সেই রাস্তা পরিস্কার করার জন্য হতে কোন মহল এই কাজ করছে।

সবগুলোই অনুমান নির্ভর কথা। তবে আমি মনে করি প্রশ্নফাসকারী চক্র এর বাইরে কেউ হবে না।

এ বছরের পরিক্ষায় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়ার সুযোগ নেই। তবে সামনে থেকে আরও কঠোর হতে হবে।