সিলেটবৃহস্পতিবার , ৩ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

দলীয় প্রতীকে ইউপি নির্বাচন বাতিলে রিট

Ruhul Amin
নভেম্বর ৩, ২০১৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয়ে প্রার্থী করার বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের হয়েছে হাইকোর্টে। রিটে দলীয় প্রতীকে এই স্থানীয় সরকার নির্বাচনের বিধান বাতিলের আদেশ চেয়ে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন হিউম্যান রাইটস পিস ফর বাংলাদেশের পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রিটে মন্ত্রিপরিষদ-সচিব, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব, আইনসচিব, নির্বাচন কমিশনের সচিব, স্থানীয় সরকারসচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। জাতীয় নির্বাচন ছাড়া ইতিপূর্বে দেশের স্থানীয় সব নির্বাচন নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হয়েছে। নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার জন্য গত বছরের ২২ নভেম্বর ইউনিয়ন পরিষদ, উপজেলা ও সিটি করপোরেশন আইন সংশোধনের প্রস্তাব সংসদে পাস হয়। এরপর থেকে স্থানীয় নির্বাচনগুলো দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে দেশের প্রায় সব কটি ইউপি ও পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় দলীয় প্রতীকে। এসব নির্বাচনে বিশেষ করে ইউপি নির্বাচনে ব্যাপক সহিংসতা ও প্রাণহানি ঘটে বলে এ পদ্ধতির সমালোচনা হয়ে আসছে।  এ বিষয়ে মনজিল মোরসেদ বলেন, রিটে শুধু স্থানীয় সরকার সংশোধন আইন ২০১৫-এর ইউপি নির্বাচন অংশটুকু চ্যালেঞ্জ করা হয়েছে। দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হওয়ার কারণে সহিংসতার মাত্রা বেড়ে যাওয়ায় তিনি এ রিট দায়ের করেন বলে জানান।