সিলেটবৃহস্পতিবার , ২ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

‘ফণী’র কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছালো

Ruhul Amin
মে ২, ২০১৯ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট: ঘূর্ণীঝড় ফণীর কারণে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের আগামী শনিবারের পরীক্ষা পিছিয়ে দেওয়া হযেছে। ওই দিনের সব পরীক্ষা ১৪ মে নির্ধারিত সময়ে অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষাবোর্ড সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ৪ মে শনিবার সকালে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, সেগুলো হবে ১৪ মে সকালে। একইভাবে ৪ মে বিকালের পরীক্ষাগুলো ১৪ মে বিকালে নেওয়া হবে। এইচএসসিতে ৪ মে সকালে উচ্চতর গণিত প্রথম পত্র এবং ইসলাম শিক্ষা প্রথম পত্রের পরীক্ষা ছিল। আর বিকালে ছিল গার্হাস্থ্য বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা।

এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৪ মে জীববিজ্ঞান প্রথম পত্রের তত্ত্বীয় পরীক্ষা হওয়ার কথা ছিল।