সিলেটশনিবার , ৪ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বড়লেখায় কালভার্ট ভাঙ্গার কারণে ঝুঁকি নিয়ে চলাচল

Ruhul Amin
মে ৪, ২০১৯ ৫:০৬ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:

বড়লেখার পানিধার-মূছেগুল রাস্তার একটি কালভার্ট ভেঙ্গে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। প্রায় ৩ মাস ধরে এ রাস্তা দিয়ে চলাচলকারীরা মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছেন।

জানা গেছে, বড়লেখা পৌরশহরের পানিধার টু মূছেগুল পাকা রাস্তায় সিদ্দীকি বাড়ির পূর্ব পার্শের কালভার্টটিতে গত ৩ মাস পূর্বে ভেঙ্গে গর্তের সৃষ্টি হয়। ধীরে ধীরে গর্তের আকার বড় হতে থাকে। এ রাস্তায় প্রতিদিন পৌরসভা ও সদর ইউনিয়নের পানিধার, মূছেগুল ও হিনাইনগর গ্রামের ২-৩ হাজার মানুষ যাতায়াত করেন। কালভার্ট ভাঙ্গার কারণে অত্যন্ত ঝুঁকি নিয়ে লোকজনকে চলাচল করতে হচ্ছে।

 

সরেজমিনে গেলে এলাকার বাসিন্দা লাল মিয়া, ফয়সল আহমদ, জাহিদ আহমদ, মঞ্জুর আহমদ প্রমূখ জানান, কালভার্টের গর্তের কারণে ইতিমধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। পৌরকর্তৃপক্ষ তাৎক্ষণিক ব্যবস্থা না নেয়ায় ১০-১২ জন মোটরসাইকেল ও বাইসাইকেল আরোহী গর্তে পড়ে আহত হয়েছেন। কালভার্টটি দ্রুত নির্মাণ না করলে বড়ধরণের দুর্ঘটনার আশংকা রয়েছে।

পৌরসভার সহকারী প্রকৌশলী মো. কামরুল হাসান জানান, এ কালভার্র্টসহ মোট আটটি কালভার্ট নির্মানের টেন্ডার সম্পন্ন হয়েছে। অতিদ্রুত নির্মাণ কাজ শুরুর ব্যবস্থা নেয়া হবে।