সিলেটসোমবার , ৬ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেট বোর্ডে ৩৩ হাজার ৯ জন ফেল

Ruhul Amin
মে ৬, ২০১৯ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

ডেস্করিপোর্ট:
এ বছর এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ফেল করেছে ৩ লাখ ৭৮ হাজার ৬৫০ জন শিক্ষার্থী। সাধারণ ৮টি বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে এসব শিক্ষার্থী ফেল করেছে।

সোমবার (০৬ মে) এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে দেওয়া তথ্য থেকে ফেল করা শিক্ষার্থীর এ সংখ্যা জানা যায়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী উপস্থিত ছিলেন।

ফলাফলে প্রাপ্ত তথ্য মতে, ঢাকা বোর্ডে ১ লাখ ১১ হাজার ৭৪২ জন, রাজশাহী বোর্ডে ১৭ হাজার ৫৩ জন, কুমিল্লা বোর্ডে ২৪ হাজার ৮১৭ জন, যশোর বোর্ডে ১৬ হাজার ৬২২ জন, চট্টগ্রাম বোর্ডে ৩২ হাজার ৭৫৫ জন, বরিশাল বোর্ডে ২৪ হাজার ৮৬ জন, সিলেট বোর্ডে ৩৩ হাজার ৯ জন এবং দিনাজপুর বোর্ডে ৩১ হাজার ৪১১ জন পরীক্ষার্থী ফেল করেছে।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ফেল করেছে ৫২ হাজার ৭০ জন শিক্ষার্থী এবং কারিগরি বোর্ডে ফেল করেছে ৩৫ হাজার ৮৫ জন শিক্ষার্থী।

সব মিলিয়ে ৮টি সাধারণ শিক্ষা বোর্ডের ২০১৯ সালের এসএসসি পরীক্ষার পাসের হার ৮২.৮০ শতাংশ। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ সকল বোর্ডের পাসের হার ৮২.২০ শতাংশ।