সিলেটবৃহস্পতিবার , ১৬ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের ঘটনায় সাড়ে ৩শ’ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা

Ruhul Amin
মে ১৬, ২০১৯ ১:১১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট: ছাতকে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি পুলিশ অ্যাসল্ট মামলা এবং একটি হত্যা মামলায় কমপক্ষে সাড়ে ৩শ’ জনকে আসামী করা হয়েছে। আসামীদের মধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শামীম আহমদ চৌধুরী, পৌরসভার প্যনেল মেয়র তাপস চৌধুরীসহ পৌরসভার ৯ কাউন্সির রয়েছে।

এস আই পলাশ সরকার বাদী হয়ে দায়ের করা পুলিশ অ্যাসল্ট মামলায় ৯৫ জনের নাম উল্লেখসহ ২শ’ জনকে এবং নিহত শাহাব উদ্দিনের স্ত্রী ফাতেমা বেগম বাদী হয়ে ১২ জনের নামোল্লেখসহ ৪০/৫০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ ২৮ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও পুলিশের টহল অব্যাহত রয়েছে। সংঘর্ষের পর শহরের পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার রাতে ছাতক শহরে দু’পক্ষের গোলাগুলির ঘটনায় শাহাব উদ্দিন নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়। শাহাব উদ্দিনের লাশ বুধবার রাতে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে ছাতক থানার ওসিসহ কমপক্ষে ৩০ জন আহত হন। ওসি বর্তমানে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।