সিলেটশুক্রবার , ১৭ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

মোগলাবাজার থানা তালামীযের ইফতার মাহফিল

Ruhul Amin
মে ১৭, ২০১৯ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মহাসচিব অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী বলেছেন, রমজান তাকাওয়া অর্জনের মাস। মাহে রমজান জীবনের সর্বক্ষেত্রে তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জনের শিক্ষা দেয়। রমজানের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে তাকওয়াভিত্তিক জীবন গঠন করতে পারলে দেশ থেকে অন্যায়-অবিচার ও অপরাধের মাত্রা হ্রাস পাবে। এ মাসে পবিত্র আল কোরআন নাজিল হয়েছে। শান্তি প্রতিষ্ঠায় পবিত্র আল কোরআনের গৌরব উজ্জ্বল ভুমিকা রয়েছে।

তিনি তালামীয কর্মীদের আল কোরআনের বিধান কায়েমের মাধ্যমে সমাজের সর্বস্তরে শান্তি প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগের আহবান জানান। তিনি গতকাল ১৬ মে (১০ রমজান) বৃহস্পতিবার বিকালে দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদরাসার হল রুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মোগলাবাজার থানা শাখা উদ্যোগে ও স্পেন আল ইসলাহর সভাপতি মাওলানা আসাদুজ্জামান আব্দুর রাজ্জাকের সার্বিক সহযোগিতায় ইফতার মাহফিল পূর্ব রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মোগলাবাজার থানা তালামীযের সভাপতি মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান আহমদ সুফির পরিচালনায় ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মোঃ আখতার হোসাইন জাহেদ। প্রধান আকর্ষন হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মাওলানা বশির উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কর্মকর্তা আরিফুল হক, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ.এম খলিল, সিলেট জেলা আল ইসলাহর সভাপতি অধ্যক্ষ মাওলানা আবু জাফর মোঃ নুমান, সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ আলী হায়দার, সাধারণ সম্পাদক কবির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদরাসা সুপার মাওলানা খসরুজ্জামান, মোগলাবাজার থানা তালামীযের সাবেক সভাপতি খালেদ আহমদ।

শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী মোঃ আবিদুল হক তাহের। মোগলাবাজার থানা তালামীযের সহ সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদের শুভেচ্ছা বক্তব্যের মাধমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রেঙ্গা আশুগঞ্জ দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সহ সভাপতি আব্দুল্লাহ মিয়া, সদস্য হাফিজ শফিকুর রহমান, পাখী মিয়া, শিক্ষানুরাগী সদস্য আব্দুল কাদির আল-মাহমুদ বেলাল, ডাঃ আব্দুন নুর, হিরা মিয়া মেম্বার, মোগলাবাজার থানা তালামীযের সহ সভাপতি মোঃ আব্দুল আহাদ, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হোসেন রাজন, সহ প্রচার সম্পাদক জামিল আহমদ, অফিস সম্পাদক মিসবাহ উদ্দিন, সহ অফিস সম্পাদক জাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল ওয়াহিদ, সহ প্রশিক্ষণ সম্পাদক দুলাল আহমদ, সহ শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক মোঃ বদিউজ্জামান বাবলা, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল লতিফ মাছুম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক রুমেল আহমদ, ফজল আহমদ, রাইয়ান আহমদ রাফি প্রমুখ।
আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা এ.কে.এম মনোওর আলী।