সিলেটশুক্রবার , ১৭ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের দালাল এনামসহ মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

Ruhul Amin
মে ১৭, ২০১৯ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

তিউনিশিয়া উপকূলে নৌকা ডুবে বাংলাদেশি নিহতের ঘটনায় সিলেটের দালাল এনামসহ মানবপাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- সিলেটে ইয়াহইয়া ওভারসিজের মালিক দালাল এনামুল হক (৪৬), আক্কাস মাতব্বর (৩৯), ও আবদুর রাজ্জাক ভূইয়া (৩৪)। নগরীর জিন্দাবাজারস্থ রাজা ম্যানশনে এনামের ট্রাভেলস রয়েছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের পক্ষ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়, আটকৃতরা ভূমধ্যসাগরে নৌকাডুবিতে নিহত বাংলাদেশি পাচারচক্রের সদস্য।

ক্ষুদে বার্তায় বলা হয়, পাঁচ থেকে ছয়টি সিন্ডিকেট ওই ঘটনার শিকার হওয়া বাংলাদেশিদের পাচার করেছিল। এ বিষয়ে বেলা ১১টায় রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানানো হয়।

এর আগে মানবপাচারের এ ঘটনায় নোয়াখালীর তিন ভাই ও মাদারীপুরের দুজনের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন।

প্রসঙ্গত, গত ৯ মে, তিউনিশিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটে। দুটি নৌকায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী লিবিয়া হয়ে ইতালি যাচ্ছিলেন। অভিবাসীদের মধ্যে ১৩০ জনই ছিলেন বাংলাদেশি। একটি নৌকা নিরাপদে ইতালি পৌঁছালেও পথিমধ্যে আরেকটি নৌকা ৭০-৮০ জন যাত্রী নিয়ে সাগরে ডুবে যায়। ওই ঘটনার পর থেকে ৩৯ জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন।