সিলেটরবিবার , ১৯ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

জালালাবাদ লেখক ফোরামের পদক প্রদান ও কাউন্সিল ২৯ জুন

Ruhul Amin
মে ১৯, ২০১৯ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেট রিপোট: দেশের বিশিষ্ট গবেষক, কবি মুসা আল হাফিজকে ’জালালাবাদ সাহিত্য পদক’ প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল শনিবার (১৮ মে) সিলেট শাহজালাল উপশহরে ‘জালালাবাদ লেখক ফোরাম’এর আহবায়ক কমিটির এক সভায় এই সিদ্ধান্ত হয়। ফোরামের আহবায়ক মাওলানা শাহ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ রুহুল আমীন নগরীর উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাওলানা মনজুরে মাওলা,মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন,আহমদ শামসুদ্দীন,শামশীর হারুনুর রশীদ, শাহিদ হাতিমী,কায়সান মাহমুদ আকবরী,আল আমীন হাসান নাহিদ প্রমুখ।  আগামী ২৯ জুন কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ হলে সাহিত্য পদক প্রদান ও ফোরামের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
সভায় মাওলানা মনজুরে মাওলাকে আহবায়ক এবং শাহিদ হাতিমীকে সদস্য সচিব করে ৫ সদস্যের একটি বাস্তবায়ন উপকমিটি করা হয়। অপর এক প্রস্তাবে ফোরামের সদস্যদের সংক্ষিপ্ত পরিচিতি নিয়ে ’জালালাবাদ লেখক অভিধান’ প্রকাশের সিদ্ধান্ত হয়। পুরাতন সদস্যগণ সদস্যপদ নবায়ন, নতুন সদস্যগণ র্নিধারিত ফি ও ফরম পূরণ করে ২৫ জুন ২০১৯ এর মধ্যে সদস্য সচিব বরাবরে জমা দিতে বলা হয়েছে।