সিলেট রিপোট:
অবশেষে মুছার পিতার সন্ধান পাওয়া গেছে। গত ১৮/০৫/১৯ইং তারিখ অত্র থানাধীন রানীগঞ্জ বাজার এলাকা হতে জনগন কর্তৃক থানায় হস্তান্তরকৃত বুদ্ধি প্রতিবন্ধি মোঃ মুছা (৯)কে ০২ দুই দিন থানা হেফাজতে রাখিয়া তাহার আত্মীয় স্বজন খুঁজাখুজি করিয়া সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার অফিসার ইনচার্জ’র মাধ্যমে বুদ্ধি প্রতিবন্ধি মোঃ মুছা (৯) এর ঠিকানা সংগ্রহ করে অদ্য ১৯/০৫/১৯খ্রিঃ তারিখ শিশুটির পিতা মোঃ সেলিম মিয়া (৩৮) এর নিকট জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইখতিয়ার উদ্দিন এর মাধ্যমে যাতায়েত ভাড়া সহ বুজাইয়া দেওয়া হয়েছে। ছেলেটিকে পেয়ে তার পিতা সেলিম মিয়া অত্যন্ত আনন্দিত। তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।