সিলেটবুধবার , ২২ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

১৮ জুন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন, ১৩ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

Ruhul Amin
মে ২২, ২০১৯ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের নবগঠিত শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ নিবার্চনে ১৩ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । মঙ্গলবার বিকাল ৫টার পর্যন্ত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন।

বুধবার (২২ মে) সকালে রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর মধ্যে চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন-আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ তালুকদার ইকবাল, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আলী আহমেদ খান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন- বিএনপি নেতা সৈয়দ তানবির আহমেদ জুয়েল, আওয়ামী লীগ নেতা বদরুল আলম দিপন, খন্দকার শফিক মিয়া সরদার, সাবেক ছাত্রলীগ নেতা গাজিউর রহমান ইমরান ও মোঃ আব্দু মতিন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন মহিলা আওয়ামী লীগ নেত্রী সাবেরা সুলতানা হেপী, মমতাজ বেগম ডলি, রুবিনা আক্তার, পারভিন আক্তার ও মুক্তা আক্তার।

এর আগে ২০১৭ সালের ২০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে শায়েস্তাগঞ্জকে দেশের ৪৯২তম উপজেলা হিসেবে অনুমোদন দেয়া হয়।

আগামী ১৮ জুন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।