সিলেটমঙ্গলবার , ২৮ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ওসমানীনগরের তাজপুরের রাস্তার বেহাল দশা 

Ruhul Amin
মে ২৮, ২০১৯ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

সৈয়দ উবায়দুর রহমানঃ ওসমানীনগর উপজেলার কুশিয়ারা পারে ছোট্র গ্রাম চর-তাজপুর, এ গ্রামে বসবাস করেন প্রায় ১৫/১৬ শত মানুষ।মাদ্রাসা কলেজ স্কুলে পড়ুয়া শিক্ষার্থী প্রায় ১শ’তের মত। ২নং সাদিপুর ইউ’পির ৮ নং ওয়ার্ডে অবস্থিত এই গ্রাম। বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুর রব। ইউ’পি সদস্য সৈয়দ আব্দুল হামিদ। রাস্তার দূরত্ব আনুমানিক দেড় কিলোমিটার। নির্বাচন আসলেই জনপ্রতিনিধিদের প্রতুশ্রুতি শুনে হাঁসি মুখে যান এলাকাবাসি ভোট দিতে। সেই হাঁসিটা কান্নায় রুপান্তিতো হয় বৃষ্টির সময় আসলে। রাস্তার বেহাল দশার কারণে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন চর-তাজপুরের গ্রামের সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা । এই এলাকার লোকজনের যাতায়াতের একমাত্র রাস্তাটি অল্প বৃষ্টিতে পানি জমে কাদা হয়ে যায়।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, শেরপুর বাজার থেকে পারকুল ও পাহারপুর চলাচলের পাকা রাস্তার সঙ্গে সংযুক্ত আনুমানিক দেড় কিলোমিটার এই রাস্তটি কয়েক যুগ থেকেই এভাবেই আছে। চর-তাজপুরের প্রায় ১৫/১৬ শত মানুষ এ রাস্তা দিয়ে চলাচল করেন। বর্তমান বৃষ্টির কারণে চলাচলের জন্য রাস্তাটি অনুপযোগী । রাস্তায় মাটি ভরাট করা প্রয়োজন থাকার পরও এ রাস্তার দিকে কেউ নজর দেন না। তিনারা অভিযোগ করে বলেন,নির্বাচন আসলেই আমাদেরকে প্রতিশ্রুতি দেয়া হয়। নির্বাচন চলেগেলে আর কোনু জনপ্রতিনিধি পাত্বা দেন না! আমাদের সমস্যার কথা জনপ্রতিনিধিগনদের সাথে আলাপ করেও কোন সমাধান হয় নি।

এ ব্যাপারে এই গ্রামের স্থানীয় বাসিন্দারা বলেন, এ রাস্তা দিয়ে প্রতিনিয়িত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ মসজিদের মুসল্লীগন আসা যাওয়া করেন। এমন অবস্থার ফলে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীসহ এলাকার লোকজন যাতায়াত করতে কষ্ট হচ্ছে। রাস্তার ছোট বড় গর্তের কারণে কোনো ধরনের যানবাহন গ্রামের ভিতর প্রবেশ করতে পারছে না। একটু বৃষ্টি হলেই এলাকার লোকজন ঘর থেকে বেড় হতে পারেন না। এই দুর্ভোগ থেকে এলাকার লোকজন মুক্তি চান।এলাকাবাসী সর্বহারা হয়ে মাননীয় জেলা প্রশাসক ও ওসমানীনগর উপজেলার ইউএনও মহোদয়ের দৃষ্টি আকর্শন করছেন। কমপক্ষে রাস্তাটি যেন ইট সলিং করে দেয়া হয়।

এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য সৈয়দ আব্দুল হামিদ জানান, বর্তমান সময়ে কোন ধরনের বরাদ্ধ না থাকায় রাস্তায় কাজ করানো সম্ভব না। আগামী বরাদ্ধ আসলে কাজ করানো হবে। এ রাস্তার কাজের জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাবর মাসিক মিটিংগে উত্থাপন করেছি। আশা করি অচিরেই এই রাস্তার কাজ করাতে পারবো!