সিলেট রিপোর্ট: নেত্রকোনা জেলার প্রবীণ আলেমেদ্বীন, জামেয়া মিফতাহুল উলূম নেত্রকোনার সাবেক মুহতামিম ও জেলা জমিয়তে উলামায়ে ইসলামের অন্যতম উপদেষ্টা মাওলানা রঈছ উদ্দীন আকন্দ আর নেই। তিনি আজ (৮ নভেম্বর) সকাল ৮.৩০ টার দিকে নিজ বাড়ী নেত্রকোণা সদর থানার টেংগা গ্রামে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউ’ন।
আজ বাদ আছর মরহুমের জানাযার নামায টেংগা গ্রামে অনুষ্ঠিত হবে।
তিনি জমিয়তে উলামায়ে হিন্দের সক্রিয় কর্মী ছিলেন।
রাহেলা পারভীন মহিলা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আসাদ আকন্দের পিতা ও জমিেতের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মাওলানা হোসাইন আহমদ নোমানীর শ্বাশুর মাওলানা রঈছ উদ্দীন আকন্দ (রহ.) এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নুর হোসাইণ কাসেমী, নেত্রকোণা জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ আব্দুল কাইয়ুম, সহসভাপতি আবুল বাশার ফরাজী, সেক্রেটারী মাওলানা মুফিজুর রহমান, যুব জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমীন নগরী, নেত্রকোণা জেলা যুব জমিয়তের সেক্রেটারী মাওলানা মুফাজ্জল হোসেন প্রমুখ। এদিকে, মাওলানা রঈছ উদ্দীন আকন্দ (রহ.) এর ইন্তেকালে অনুরোপ শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ।