সিলেট ১৮ই জানুয়ারি, ২০২১ ইং | ৪ঠা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩১ পূর্বাহ্ণ, মে ৩০, ২০১৯
সিলেট রিপোর্ট: ২৯ মে বাংলাদেশ নদী পরিব্রাজক দল সিলেট জেলা শাখার উদ্যোগে সিলেটের জিন্দাবাজারাস্থ এক অভিজাত হোটেলে নদী আড্ডা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আদিল হোসেনের সভাপতিত্বে ও শাহ মো. লোকামান আলীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির জনসংযোগ সম্পাদক বিপ্লব তালুকদার। কেন্দ্রীয় জনসংযোগ সম্পাদক বিপ্লব তালুকদার প্রধান অতিথির বক্তব্যে বলেন, নদী দূষণ ও দখল মুক্ত করতে সকলকে এগিয়ে আসতে হবে। নদী আমাদের সম্পদ, দেশে অর্থনীতি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নদীর উপর নির্ভরশীল তাই নদীকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। নদী বাঁচলে দেশ বাঁচবে তাই নদী রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।
স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক এ. কে. আজাদ ফাহিম, এছাড়াও বক্তব্য রাখেন সহসভাপতি শাহেদুর রহমান, রোটা. হাফিজ আব্দুর রহমান, জেলা শাখার সহসভাপতি কবির আহমদ খান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক ইমরানুর রশিদ ইমন, হাবিব উল্লাহ, এপে. ইউনুস কবির, সেপুল চৌধুরী প্রমূখ।
মোনাজাত পরিচালনা করেন লায়ন হাফিজ শাহ আদনান ।
সভাপতির বক্তব্যে আদিল হোসেন বলেন, নদীর কোন কণ্ঠ নেই তাই আমরা নদীর কণ্ঠ হয়ে কাজ করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতি: রশীদ আহমদ
সম্পাদক : মুহাম্মদ রুহুল আমীন নগরী,
সহকারী সম্পাদক : বেগম শরীফা আমীন
যোগাযোগ : লালদিঘীরপার (নতুন মার্কেট) ২য় তলা, বন্দরবাজার,সিলেট।
মোবাইল ০১৭১৬৪৬৮৮০০।
ইমেইল : editorsylhetreport@gmail.com