সিলেটবৃহস্পতিবার , ৩০ মে ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কানাইঘাটের মাইক্রো চালক মালিক হত্যাকারীর ফাঁসির দাবি

Ruhul Amin
মে ৩০, ২০১৯ ১২:১২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

সিলেটের কানাইঘাটের মাইক্রোবাস চালক আবদুল মালিক আরিফের হত্যাকারীর ফাঁসির দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। বুধবার দুুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে মানববন্ধনে এ দাবি জানান তারা।  মালিক আরিফ হত্যার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারীর ফাঁসির দাবিতে কানাইঘাট উপজেলা সমাজ কল্যাণ পরিষদ এ মানববন্ধন আয়োজন করেছে।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আব্দুল মালিক আরিফ একজন সহজ সরল মাইক্রো চালক। তাকে হত্যা করা নিতান্তই ঘৃণ্য ব্যক্তির কাজ। তার তিনটি অবুঝ সন্তান আকাশের পানে থাকিয়ে আছে। ব্যাকুল হয়ে তারা পিতাকে খুঁজছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি আব্দুল মালিক নিহত হওয়ায় তার স্ত্রী ও সন্তানরা আজ অসহায়। তাদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে?’

তারা আব্দুল মালিক হত্যাকারী আব্দুল বাছিতের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসির দাবি জানান। অন্যথায় উপজেলাবাসী কঠোর আন্দোলনের ডাক দেবে বলেও হুঁশিয়ারী দেন।

কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি ও সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা রোটারিয়ান শাহাজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও এপেক্স ক্লাব অব কানাইঘাটের প্রেসিডেন্ট জাহাঙ্গীর আলম বাবলুর পরিচালনায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন কানাইঘাট উপজেলা সভাপতি ও সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ফয়জুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী অধ্যাপক আব্দুর রহিম, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সুলেমান, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান, কানাইঘাট উপজেলা আ.লীগের যুগ্ম আহ্বায়ক এড. মামুন রশিদ, জাসদ সিলেট মহানগরের সাংগঠনিক সম্পাদক মো. গিয়াস উদ্দিন, মোহনা টিভির সিলেট ব্যুরো প্রধান এ.এ চৌধুরী শিপার, জেলা ছাত্রলীগের সাবেক উপ সমাজসেবা সম্পাদক তারেক হাসান চৌধুরী, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশের সহ সভাপতি আলা উদ্দিন আহমদ মুক্তা, সাধারন সম্পাদক দেলওয়ার হোসেন, বাংলাদেশ মানবিক ভলন্টিয়ার্স সিলেট মহানগর আহ্বায়ক উত্তম সাহা, কানাইঘাট সমাজ কল্যাণ পরিষদের সহ সভাপতি আলী আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আহমদ মাসুম, সাংগঠনিক সম্পাদক হুমায়েদ আহমদ, মাইক্রো চালক সমিতি কানাইঘাট উপজেলা সভাপতি সেলিম আহমদ।

মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের মহসিন আলী, রতœা বেগম, সালমা আলী, আবু ইউসুফ মুন্না, আলামিন, বাংলাদেশ মানবিক ভলন্টিয়ার্স সিলেট মহানগরের আব্দুস সাত্তার, মিজান আহমদ জীবন। এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আলী, মাস্টার আবুল খয়ের, মাস্টার আলিম উদ্দিন, মাস্টার ফরিদ উদ্দিন, মাস্টার জামিল আহমদ, মাস্টার মতিউর রহমান, ব্যবসায়ী ফখরুদ্দিন, ডা. জাকারিয়া, ফজলুর রশিদ জহির, আব্দুল্লাহ হাসান, শাহিন আহমদ, কামরুল হাসান, ফয়ছল আহমদ, সোয়াইবুর রহমান, নিহতের বড় ভাই আব্দুল খালিক, শিশু কন্যা তমা ও ইমা।

উল্লেখ্য, পাওনা টাকা চাওয়ার জেরে গত ১৬ মে রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন আব্দুল মালিক আরিফ। ৬ দিন চিকিৎসাধীন থাকার পর সিলেট ইবনেসিনা হাসপাতালে তার মৃত্যু হয়।