সিলেটশনিবার , ১ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১২

Ruhul Amin
জুন ১, ২০১৯ ৩:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় একটি সরকারি দফতরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই বন্দুধারীও নিহত হন। তবে, পুলিশ হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি। খবর বিবিসির।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (বাংলাদেশ সময় শুক্রবার দিবাগত রাত ২টার দিকে) ওই সরকারি কর্মচারী তাকে ‘অন্যায়ভাবে’ চাকরিচ্যুত করার প্রতিবাদে সহকর্মীদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।

এ ঘটনায় এক পুলিশ অফিসারও গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় সময় শুক্রবার বেলা ৪টার দিকে ভার্জিনিয়া বিচ মিউনিসিপাল সেন্টারে ঢুকেই এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে।

খবর পেয়ে দ্রুত পুলিশ এসে ওই অফিসটি ঘিরে ফেলে এবং ভবন থেকে লোকজনকে বের হয়ে আসতে সাহয্য করে। এক পর্যায়ে তারা বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।