যুক্তরাজ্য প্রতিনিধি: জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের দায়িত্বশীলদের এক বৈঠক শুক্রবার মারকাজুল উলুম লন্ডনে অনুষ্ঠিত হয়। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা শুয়াইব আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্তিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ সভাপতি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি আব্দুল মুন্তাকিম, সহ সভাপতি মাওলানা আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ নাঈম আহমদ, ট্রেজারার হাফিজ হুসাইন আহমদ বিশনাথী, মিডিয়া সেক্রেটারি সৈয়দ রিয়াজ আহমদ, মুফতি মুতাহির ছিদ্দীক, মাওলানা খালেদ আহমদ প্রমুখ।
বৈঠকে নেতৃবৃন্দ বলেন জমিয়তে উলামায়ে ইসলাম বিগত শতাব্দীর মুজাদ্দিদ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি (রাহ), শাইখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী (রাহ ) সহ অসংখ্য আকাবির আছলাফের রেখে যাওয়া আমানত, আল্লাহপাক যেন এই সংগঠনের ছায়াতলে থেকে সঠিক খেদমত আঞ্জাম দেওয়ার তাওফিক দান করেন, সর্বস্হরের ইসলাম প্রীয় জনতা কে জমিয়তে উলামায়ে ইসলামের ছায়াতলে সমবেত হয়ে আগামীর সকল কর্মসুচী কে এগিয়ে নেওয়ার আহবান জানান ।