সিলেটসোমবার , ৩ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীর ইস্যুতে বিশেষ দূত নিয়োগ করেছে ওআইসি; অস্বস্তিতে মোদী সরকার

Ruhul Amin
জুন ৩, ২০১৯ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

সাম্প্রতিক অনুষ্ঠিত অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন- ওআইসি’র মক্কা সম্মেলন থেকে সৌদি আরবের এক প্রবীণ রাজনীতিককে জম্মু-কাশ্মীর সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ করা হয়েছে।

এতে রীতিমত অসস্থিতে পড়েছে  দ্বিতীয়বার ক্ষমতায় আসা উগ্র হিন্দুত্ববাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।

মুসলিম বিশ্বের অন্যতম মঞ্চ ওআইসি-তে চলতি বছরেই প্রথম ‘সম্মানিত অতিথি’ হিসেবে ডাক পায় ভারত। বিষয়টিকে কূটনৈতিক জয় হিসেবে তুলে ধরে ভারতীয় হিন্দুত্ববাদী সরকার। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ আবু ধাবির সম্মেলনে ভারতের বক্তব্য তুলে ধরেন।

কিন্তু সেই সম্মেলনেই কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন নিয়ে ওআইসি সরব হলে বেকায়দায় পড়ে মোদী সরকার।

এবার মক্কার সম্মেলনে ওআইসির কাশ্মীর সংক্রান্ত কমিটিগুলো আলাদা বৈঠক করেছে। সেখানে কাশ্মীর সংক্রান্ত মানবাধিকার কমিশনের কর্মকর্তা মারঘুব বাট সদস্য দেশগুলোর কাছে জম্মু-কাশ্মীরে মানবাধিকার সংক্রান্ত পরিস্থিতি ব্যাখ্যা করেন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্মেলনের পর বিবৃতিতে জাতিসংঘের প্রস্তাবে স্বীকৃত জম্মু-কাশ্মীরের মানুষের বৈধ অধিকারকে সমর্থন করার কথা জানিয়েছে ওআইসি।

এরপর প্রবীণ সৌদি কূটনীতিক ইউসুফ আলদোবিয়েকে কাশ্মীর সংক্রান্ত বিশেষ দূত হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে ওআইসি। ইউসুফ বর্তমানে ওআইসির সেক্রেটারি জেনারেলের রাজনৈতিক পরামর্শদাতা।