সিলেটসোমবার , ১০ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চুনারুঘাটে সাড়ে ৪ লাখ টাকা মূল্যের চা-পাতা জব্দ

Ruhul Amin
জুন ১০, ২০১৯ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাটে ভারত থেকে অবৈধ পথে আমদানিকৃত প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের চা পাতা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে উপজেলার সাতছড়ি ৫ নম্বর চা বাগান থেকে এগুলো জব্দ করা হয়।

সোমবার (১০ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম. জাহিদুর রশিদ।

তিনি জানান, গোপন সূত্রে খবর পেয়ে নায়েক সুবেদার মির্জা রাশেদের নেতৃত্বে অভিযান চালিয়ে আমদানিকৃত ১ হাজার ৪শ’ ৭২ কেজি চা পাতা জব্দ করে বিজিবি সদস্যরা। যার আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা। একইদিন ৩০ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। অভিযানকালে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পৃথক মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।