সিলেটমঙ্গলবার , ৮ নভেম্বর ২০১৬
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে শাবি শিক্ষক সমিতির মানববন্ধন

Ruhul Amin
নভেম্বর ৮, ২০১৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

শাবি প্রতিনিধি ॥ ব্রাক্ষ্মণবাড়িয়ার নাসিরনগরসহ তৎপরবর্তী দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) শিক্ষক সমিতি।
মঙ্গলবার দুপুর ১২ টায় শাবির কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন পরবর্তী সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, বাংলাদেশ স্বাধীন করতে যুদ্ধে কেবল কোন নির্দিষ্ট ধর্মের মানুষ অংশগ্রহণ করেনি। সকল ধর্মের মানুষের অংশগ্রহণেই এদেশ স্বাধীন হয়। এদেশে সকলে বসবাসের জন্য সমান অধিকার রাখে।
প্রশাসনের ভিতরেই এমন অনেকে আছে যারা সাম্প্রদায়িক কর্মকান্ডে ইন্ধন যোগাচ্ছে বলে মন্তব্য করেন সামসুল আলম। সাম্প্রদায়িক হামলায় জড়িত সকলকে শাস্তির আওতায় নিয়ে আসার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রাব্বী, কোষাধ্যক্ষ ড. মুশতাক আহমেদ, ড. আনোয়ারুল ইসলাম, ড. আখতারুল ইসলাম, ড. আব্দুল গনি, ড. আব্দুল আওয়াল বিশ্বাস, ড. সালমা আক্তার, ড. মস্তাবুর রহমান, ড. শরদিন্দু ভট্টাচার্য, ড. পাবেল শাহরিয়ার ও পায়েল বড়–য়া প্রমুখ।