সিলেটসোমবার , ১০ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

রাজাগঞ্জে আল্লামা শিহাব উদ্দীন রহ.’র জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা সম্পন্ন

Ruhul Amin
জুন ১০, ২০১৯ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

 

সিলেটের কানাইঘাট উপজেলার 9নং রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে বিশিষ্ট হাদিস বিশারদ, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার সুদীর্ঘ 52 বছরের শাইখুল হাদিস, “আল্লামা শিহাব উদ্দীন রহ. এর জীবন-কর্ম শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিল” আজ সোমবার বিকাল 5টায় রাজাগঞ্জ মাদ্রাসা মাঠে মাওলানা আব্দুল আজিজ বন্দরবাড়ির সভাপতিত্বে ও লেখক শামসীর হারুনুর রশীদ এর উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। সভায় শাইখুল হাদিস আল্লামা শিহাব উদ্দীন রহ.’র জীবন-কর্মের উপর প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন- জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার শাইখুল হাদিস মাওলানা নজির আহমদ জিঙ্গাবাড়ি।
তিনি তাঁর বক্তব্যে বলেন তাঁর দীর্ঘদিনের সহকর্মী ছিলেন বিধায় তাঁকে বেশ জানাশোনা আছে। মাওলানা শিহাব উদ্দীন ছিলেন ইলমের সাগর। হাদীসের জগতে এ কনজন্মা মুহাদ্দিসের অবস্থান গভীর থেকে গভীরে ছিলো! তিনির ছাত্র, সহকর্মী, সমসাময়িক আলেম-উলামা এমনকি উস্তাদগণও তাঁর ইলম ও আমলের প্রশংসায় পঞ্চমুখ থাকতে দেখা যায়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাগঞ্জ মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা আহমদ আলি, আকুনী মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা কাউসার আহমদ, রাজাগঞ্জ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শাহ ওলিউর রহমান, মাওলানা নুরুল ইসলাম, মুবাল্লিগ মাওলানা আবুল কালাম, মাওলানা আব্দুল জলিল, মাওলানা আব্দুল লতিব, মাওলানা আব্দুল্লাহ আল হুসাইনি, মাওলানা লুকমান আহমদ, মাওলানা ফাইয়্যাজ আহমদ, মাওলানা মিনহাজ আহমদ।
উপস্থিত ছিলেন, মাওলানা বাহার উদ্দীন, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা শাব্বির আহমদ, মাওলানা আব্দুল মতিন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আলি আবেদিন, মাওলানা সালিম মাওলানা আবুবকর। আহমদ, মাওলানা হাসান আহমদ প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, রেঙ্গার মুহাদ্দিস সাহেব রহ. যেমন ছিলেন দারসের ময়দানে অনেকবড় শায়খুল হাদীস, ওয়াজের ময়দানেও ছিলেন অনেকবড় ওয়ায়িজ। তিনি যেমন বাহ্যিক সৌন্দর্যের অধিকারী ছিলেন, ছিলেন সুমধুর কণ্ঠের অধিকারী, তেমনি তাঁর ভিতরও স্বচ্ছ,সুন্দর এবং এখলাস, লিল্লাহিয়্যত এবং আল্লাহপাক ও তাঁর রাসুলের ভালবাসায় ভরপুর।
বক্তারা আরো বলেন, যারা এই মুহাদ্দিস সাহেবের দরসে বসার সৌভাগ্য লাভ করেছেন তাঁরা খুবই ভাগ্যবান।
লক্ষণীয় বিষয় হলো আল্লামা মুশাহিদ বায়মপুরী, আল্লামা নুরুদ্দিন গহরপুরী, আল্লামা শায়খে কৌড়িয়া রাহি. সহ আকাবিরদের অনেকেই তাঁর ইলম সম্পর্কে ভূয়সী প্রশংসা করতেন।