সিলেটবৃহস্পতিবার , ১৩ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

নগরে গণপিটুনিতে ধর্ষণ মামলার আসামীর মৃত্যু

Ruhul Amin
জুন ১৩, ২০১৯ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

সিলেট নগরের গণপিটুনিতে ধর্ষণসহ একাধিক মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। বুধবার রাত ১১ টার দিকে নগরীর বন কলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দুদু মিয়া।

নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জাগো সিলেটকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত দুদুর বিরুদ্ধে ধর্ষণসহ ৩টি মামলা রয়েছে। গত পহেলা বৈশাখের পরের দিন বন কলাপাড়ায় সংঘটিত একটি ধর্ষণ মামলার আসামী দুদু।  ২/৩ সপ্তাহ আগে কারাগার থেকে জামিন নিয়ে বেরিয়ে আসেন।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে এলাকায় ডাকাত পড়েছে বলে বন কলাপাড়া এলাকার শাহ রুমি মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণা শুনে এলাকাবাসী জড়ো হয়ে বন কলাপাগড়ার গোলাপ পয়েন্টে দুদুকে পিটিয়ে হত্যা করেন। দুদু এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ এলাকাবাসীর।

সূত্র আরোও জানায়, দুদু নিজেকে স্বেচ্ছাসেবক লীগ কর্মী ও স্থানীয় কাউন্সিলর আফতাব আহমদ লোক হিসেবে এলাকায় পরিচয় দিতেন।

এদিকে খবর পেয়ে বিমানবন্দর থানার ওসি শাহাদত হোসেনের নেতৃত্বে পুলিশেরর একটি দল ঘটনাস্থল পরির্দশন করেছে। লাশের সুরতহাল রিপোর্ট করা হচ্ছে। ঘটনাস্থলের পাশ থেকে তার ব্যবহৃত একটি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।