সিলেটবৃহস্পতিবার , ১৩ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

বাজেটে কোনো ঋণের বোঝা নেই : আ.লীগ

Ruhul Amin
জুন ১৩, ২০১৯ ১০:২০ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট :

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে সুষম, উন্নয়নশীল, বাস্তবসম্মত ও গণমুখী বলে অখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন, এ বাজেটে কোনো ঋণের বোঝা নেই। এ বাজেট শুধু অর্থনৈতিক উন্নয়নের নয়, সমাজ উন্নয়নেরও দলিল। এ বাজেট উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপন করার পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা সাংবাদিকদের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ মতামত জানান।

আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী, জাতীয় সংসদের আইন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল মতিন খসরু প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন, ‘এই বাজেট সুষম, উন্নয়নশীল, বাস্তবসম্মত বাজেট। এ বাজেট শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, সমাজ উন্নয়নেরও দলিল। এ বাজেট দেশের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবে।’

তিনি আরও বলেন, ‘একটি দেশ ও সমাজের উন্নয়ন কীভাবে হবে সেদিকে লক্ষ্য রেখেই এ বাজেট পেশ করা হয়েছে।’

দলটির সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বাজেট প্রতিক্রিয়ায় বলেন, ‘গত ১০ বছরে দেশের যে উন্নয়ন ও অগ্রগতি হয়েছে, তারই ধারাবাহিকতায় এই বাজেট। এ বাজেট দেশের মানুষের একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন বাস্তবায়নের।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বাজেট প্রসঙ্গে বলেন, ‘এ বাজেট গণমুখী, উন্নয়ন ও অগ্রযাত্রার বাজেট। আওয়ামী লীগ যেমন গণমানুষের দল, বাজেট ঘোষণাও করে গণমানুষের জন্য।’

জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনা পেশ করার পরপরই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আনন্দ মিছিল করে। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন শাহে আলম মুরাদ।