সিলেটশনিবার , ১৫ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শ্রীমঙ্গলে লাশবাহী যান আটকিয়ে পুলিশের টাকা দাবী, বিক্ষোভ

Ruhul Amin
জুন ১৫, ২০১৯ ৬:৩১ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাশবাহী যান আটকিয়ে পুলিশের অর্থ দাবী ও ড্রাইভারকে মারধরের ঘটনায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুদ্ধ শ্রমিকরা।
অবরোধের ফলে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কে দু’পাশে শত শত যানবাহন আটকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। পরে শ্রীমঙ্গল থানার ওসি ও শ্রমিক নেতৃবৃন্দরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
জানা যায়, উপজেলার মতিগঞ্জ এলাকার রূবেল নামে এক ড্রাইভার গতকাল রাতে সিলেটের ওসমানী নগরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিহত ড্রাইভারের লাশ একটি পিকআপ ভ্যানযোগে গাড়ী নং ঢাকা মেট্রো ন ১৫৭৩৮১ শ্রীমঙ্গলে নিয়ে আসার পথে মতিগঞ্জের বটেরতল নামক স্থানে পৌঁছালে অতিরিক্ত যাত্রী নেয়ার অপরাধে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই নান্নু মন্ডল যানটি আটক করে। পরে চালক ও লাশের স্বজনদের সাথে দুর্ব্যবহার ও মারধোর করে ৫ হাজার টাকা দাবী করেন বলে অভিযোগ করেছেন পিকআপ চালক।
এ ঘটনায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে এলাকাবাসিকে নিয়ে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়ক সড়ক অবরোধ সৃষ্টি করে বিক্ষোভ শুরু করে। দুপুর ১১ টা থেকে পৌনে ২টা পর্যন্ত অবরোধ চলাকালে মহাসগকের কয়েক কিলোমিটার এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে। এতে করে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।
লাশবাহী পিকআপ চালক শাকিবুল হাসান শাকিল বলেন, ‘উপজেলার মতিগঞ্জের বটেরতল এলাকায় লাশ নিয়ে পৌঁছলে সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নান্নু মন্ডল প্রথমে জিজ্ঞাসা করেন, ‘এটা কিসের লাশ চুরির লাশ না মার্ডারের লাশ? পরে গাড়ীর কাগজপত্র চেক করার পর ৫ হাজার টাকা দাবী করেন। টাকা না দেয়ার এক পর্যায়ে আমাকে মারধর করে’।
সাতগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই নান্নু মন্ডল এ অভিযোগ অস্বীকার করে বলেন, পুলিশ এতো অমানুষ নয়। লাশের গাড়ি আটকিয়ে টাকা চাইবে। লাশের গাড়ির সাথে আমার দেখাই হয়নি। তিনি মুঠো ফোনে বলেন,আজ সকাল সাড়ে ১০টার দিকে উত্তর উত্তরসুর বিসিক শিল্পনগরীর সামনে একটি পিকআপ ভ্যান নং ৪৮৬৭ মাত্রাতিরিক্ত মালামাল বোঝাই করে পিকআপের উপরে তিনজন যাত্রী বসিয়ে শ্রীমঙ্গল থেকে ভুনবীর বাজারে যাওয়ার পথে আটকাই। পরে পিকআপের উপরে বোঝাই তিন যাত্রীকে নামিয়ে সতর্ক করে ছেড়ে দেই। কাগজ না থাকলে পিকআপ আটকালেন না কেন এ প্রশ্নের উত্তরে নান্নু মন্ডল বলেন, লোকাল গাড়ি দেখে ছেড়ে দেয়াটাই বড় ভূল হয়েছে। এখন অন্য বদনাম দিচ্ছে। তিনি বলেন দুপুর থেকে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে সাতগাঁও শ্রীমঙ্গল অংশে শ্রমিকরা শতশত যানবাহন আটকে দিয়েছে ।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ট্রাক ট্যাংকলরি পরিবহন শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসেন। শ্রমিক অবরোধের বিষয়টি তাৎক্ষনিক পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাকে অবহিত করা হয়। বৈঠকে এস আই নান্নু মন্ডলকে ফাঁড়ি থেকে বদলীর আশ্বাস পেয়ে সাধারণ শ্রমিকরা পৌনে দুইটার দিকে সড়ক অবরোধ তুলে নেন।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক বলেন উদ্ভুত পরিস্থিতি নিয়ে হাইওয়ে পুলিশের গাজীপুর রিজিওনের এসপি ও মৌলভীবাজার এর এসপি স্যারকে বিষয়টি অবহিত করেছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
ট্রাক, ট্যাঙ্কলরি কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া বলেন, ফাঁড়ি ইনচার্জ নান্নু মন্ডল দীর্ঘদিন ধরে মহাসড়কে যানবাহন আটকিয়ে চাঁদাবাজী করে আসছিল। এতে করে সাধারণ শ্রমিকদের মধ্যে চাঁপা ক্ষোভ বিরাজ করছিল। আজ লাশবাহী যান আটকিয়ে ৫ হাজার টাকা দাবী করে না পেয়ে আমাাদের এক চালককে মারধর করে। আমরা সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছি। আমরা এই মুহুর্তে নান্নু মন্ডলের ষ্ট্যান্ড রিলিজ চাচ্ছি। প্রশাসন থেকে আমাদের দাবী পূরণের আশ্বাস দিয়েছে এবং আমরা অবরোধ তুলে নিয়েছি। তিনি বলেন দাবী পুরণ না হলে আবারো কর্মসূচী দেয়া হবে।