সিলেটরবিবার , ১৬ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম যার যার উৎসব সবার’ এ কথা ইসলামের সাথে সাংঘর্ষিক : সংসদে বিএনপির এমপি হারুন

Ruhul Amin
জুন ১৬, ২০১৯ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট:

‘ধর্ম যার যার উৎসব সবার’ এই কথার তীব্র সমালোচনা করে এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদ।

মঙ্গলবার (১১ জুন) একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের শুরুর দিন মাগরিবের নামাজের বিরতির পর পয়েন্ট অব অর্ডারে দেয়া বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

হারুনুর রশিদ তাঁর বক্তব্যে বলেন, ‘সংবিধানে আছে রাষ্ট্র ধর্ম ইসলাম। আবার বলা হয় ধর্ম যার যার উৎসব সবার। পূজায় গিয়ে এটা বলা হয়, এটা হতে পারে না। এটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। যেহেতু রাষ্ট্রধর্ম ইসলাম তাই এটা হতে পারে। আর এটা বলতে হলে তবে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম বাদ দিতে হবে।’

এসময় আওয়ামী লীগের সদস্যদের আপত্তি-চেঁচামেচির মধ্যেও হারুন তার বক্তব্য চালিয়ে যেতে থাকেন। স্পিকার বারবার তাকে বক্তব্য শেষ করার আহ্বান জানান।