সিলেটবুধবার , ১৯ জুন ২০১৯
  1. Breaking News
  2. অন্যান্ন
  3. অপরাধ
  4. অর্থনীতি
  5. আইন-আদালত
  6. আজ-কাল
  7. আন্তর্জাতিক
  8. আমাদের পরিবার
  9. আরও
  10. আলোচিত সংবাদ
  11. ইসলাম
  12. কলাম
  13. কৃতিত্ব
  14. খেলা-ধোলা
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

শেষ হল সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা

Ruhul Amin
জুন ১৯, ২০১৯ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

সিলেট রিপোর্ট :
সিলেট বিভাগীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে।

বুধবার নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে এ অনুষ্ঠান হয়।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মৃনাল কান্তি দেবের সভাপতিত্বে ও জেলা সাংস্কৃতিক বিষয়ক কর্মকর্তা অসিত বরণ গুপ্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আজকের এ প্রজন্মের গবেষকরা গবেষণার মাধ্যমে জীবনমানের উন্নয়ন ঘটিয়ে এক দিন বাংলাদেশকে প্রযুক্তির শীর্ষে পৌঁছে দেবে। আধুনিক গবেষণাগার স্থাপনের মাধ্যমে বিশ্বমানের গবেষণা ও প্রযুক্তির সম্প্রসারণ ঘটছে। বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে ছেলেমেয়েরা বিশ্বময় বিচরণ করছে। তাদের জ্ঞান, প্রতিভা সর্বময় কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ঘটাতে হবে। বিজ্ঞানীদের এখন তাদের কর্মের গতি বাড়াতে হবে। এ ধরনের মেলার মাধ্যমে আমরা একদিন বাংলার নিউটন, আইনস্টাইনকে খুঁজে পাব যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সিলেটের পরিচারক মো. মতিউর রহমান, সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম।

অনুষ্ঠানের শেষের দিকে বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।